TRENDING:

French Open : সেমিফাইনালে লাল মাটির সম্রাট নাদালের মুখোমুখি জোকার

Last Updated:

বছর পাঁচেক আগে এই প্যারিসেই নাদালকে ফাইনালে হারিয়েছিলেন জোকোভিচ। স্প্যানিশ তারকা এবার মরিয়া থাকবেন সেই হারের বদলা নিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

প্রথম সেটে একবার এবং দ্বিতীয় সেটে দু’বার জোকোভিচ ব্রেক করেন বেরেত্তিনিকে। কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান বেরেত্তিনি। এবার তাঁকে ব্রেক করতে পারেননি জোকোভিচ। উল্টে একের পর এক ‘এস’ সার্ভিস করে তাঁকে বিপদের মুখে ফেলে দেন বেরেত্তিনি। জোকোভিচ মনে হচ্ছিল আচমকাই ছন্দ হারিয়েছেন। সেট গড়ায় টাইব্রেকারে। সেখানেও দু’বার অবিশ্বাস্যভাবে আনফোর্সড এরর করে হেরে যান জোকোভিচ।

advertisement

চতুর্থ সেটেও দেখা যায় একই দৃশ্য। দুই খেলোয়াড়ই নিজের সার্ভ ধরে রেখেছিলেন। যত খেলা গড়াচ্ছিল, বেরেত্তিনির সার্ভ এবং ফোরহ্যান্ড ততই ক্ষুরধার হচ্ছিল। কিছুতেই তাঁকে ব্রেক করতে পারছিলেন না জোকোভিচ। শেষমেশ ব্রেক করলেন চতুর্থ সেটেই। দুটি ম্যাচ পয়েন্ট হারানোর পর। বুধবার রাতের ফরাসি ওপেনে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। রাত ১১টা থেকে প্যারিসে শুরু কার্ফু। ঠিক তার আগে দর্শকদের স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওই সময় দুই খেলোয়াড়ই ফিরে গিয়েছিলেন লকার রুমে। প্রায় ২৫ মিনিট খেলা বন্ধ থাকে। এদিকে আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্টম্যানকে হারিয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেছেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। বছর পাঁচেক আগে এই প্যারিসেই নাদালকে ফাইনালে হারিয়েছিলেন জোকোভিচ। স্প্যানিশ তারকা এবার মরিয়া থাকবেন সেই হারের বদলা নিতে। তাই একটা দুর্দান্ত ম্যাচ দেখার অপেক্ষায় থাকবেন টেনিস প্রেমীরা। নাদাল আগেই জানিয়ে দিয়েছেন তিনি জকোভিচকে নিয়ে নিজের গেমপ্ল্যান সাজাতে শুরু করেছেন ইতিমধ্যেই।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
French Open : সেমিফাইনালে লাল মাটির সম্রাট নাদালের মুখোমুখি জোকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল