ব্রোঞ্জ মেডেল ম্যাচে নরওয়ে এবং স্পেন মহিলা বিচ হ্যান্ডবল দল মুখোমুখি হয়েছিল। নিয়ম অনুযায়ী মহিলা দলকে টপ এবং বিকিনি বটম পড়া বাধ্যতামূলক। এদিন নরওয়ে হ্যান্ডবল ফেডারেশন মহিলা বিচ দলকে সমর্থন করে। তারা মনে করেন খেলোয়াড়রা খেলার সময় নিজের ইচ্ছা মতন পোশাক পরতে পারে। এ ব্যাপারে নরওয়ে হ্যান্ডবল ফেডারেশন নিজদের অবস্থান ঠিক করছে।
advertisement
ইউনিফর্ম রেগুলেশনস এ বলা হয়েছে যে খেলোয়াড়দের ইউনিফর্ম পড়ার ক্ষেত্রে তাদের পারফরম্যান্সের ব্যাপারটাও মাথায় রাখা হয়।ফেডারেশন এই ইউনিফর্মের সিদ্ধান্ত নিয়েছে খেলোয়াড়দের কথা ভেবে।যাতে একজন খেলোয়াড় ভালোভাবে খেলায় নিজের সেরাটা দিতে পারেন। ফেডারেশন থেকে এদিন জানানো হয় মহিলা বিচ হ্যান্ডবল দলের সব খেলোয়াড়কে বিকিনি পড়তেই হবে।
কিন্তু নরওয়ের বিচ হ্যান্ডবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয় যে সমুদ্রের বিচে এই পোশাক পরে খেলা একদম উচিৎ নয়।নরওয়ের বিচ হ্যান্ডবল ফেডারেশনের প্রেসিডেন্ট কারে গেইর লিও বলেন নরওয়ের মহিলা দল ছেলেদের মতন পোশাক পরে অনুশীলন করে।কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অন্য নিয়ম অনুযায়ী খেলতে হয়।তবে এটা বিশাল বড় ব্যাপার এমন ভাবতে নারাজ তারা। আসল ফোকাস অলিম্পিক পদক জয়। এই ফাইন তাদের আত্মবিশ্বাস নাড়াতে পারবে না।
