চিনা ভারোত্তোলক হাউ ঝিঝি মোট ২১০ কেজি ওজন তুলেছিলেন৷ তাঁর থেকে আট কেজি কম ওজন তুলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মীরাবাঈকে৷ স্ন্যাচ ক্যাটেগরিতে ৮৭ কেজি এবং ক্লিন ও জার্ক ক্যাটেগরিতে মোট ১১৫ কেজি ওজন তুলে এবারের অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দেন চানু৷ অলিম্পিক্সে ভারোত্তোলনে এই প্রথম রুপো জিতল ভারত৷ একুশ বছর বাদে ভারোত্তোলনে দেশকে পদক এনে নতুন ইতিহাস তৈরি করেছিলেন মণিপুরের মীরাবাঈ৷ চানুকে যদি শেষ পর্যন্ত সত্যিই স্বর্ণ পদক দেওয়া হয়, তাহলে আর এক নতুন ইতিহাসের সাক্ষী থাকবে ভারতীয় ক্রীড়া জগৎ৷ সেই আশাতেই বুক বাঁধছে দেশ৷
advertisement
সোনা জয়ী চিনা ভারোত্তোলককে গেমস ভিলেজে থেকে যেতে বলা হলেও মীরাবাঈ চানু অবশ্য আজ সন্ধ্যাতেই দেশে ফিরে আসছেন৷ তাঁকে স্বাগত জানাতে সব প্রস্তুতিও সাড়া৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2021 3:40 PM IST
