TRENDING:

প্রথমবার কলকাতায় ম্যাগনাস কার্লসেন, অংশ নেবেন কলকাতায় দাবার গ্র্যান্ড ট্যুর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুখিয়ে আছেন আনন্দের সামনে বসার জন্য। বেড়াতে চান কলকাতায়। নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন।
advertisement

রাত তখন গভীর। কিন্তু গমগম করছে বিমানবন্দর। দীর্ঘ বিমানযাত্রা করে প্রথমবার কলকাতায় এলেন চৌষট্টি খোপের রাজা ম্যাগনাস কার্লসেন। দু’হাজার তেরোতে প্রথমবার। তারপর টানা সাতবার রাজায় খেলায় রাজা আঠাশ বছরের নরওয়ের বাসিন্দা। নভেম্বরে তাঁর ফিডে রেটিং দু’হাজার আটশো সত্তর পয়েন্ট। বাকিদের থেকে আলোকবর্ষ দূরে। শহরের এসেই কার্লসেন মুখিয়ে আনন্দের উলটো দিকে বসার জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

বাইশে নভেম্বর কলকাতায় প্রথমবার হতে চলেছে দাবার গ্র্যান্ড ট্যুর। বিশ্বনাথ আনন্দ, লি ডেনের সঙ্গে খেলবেন কার্লসেন। দু’বার র‍্যাপিড আর চারবার ব্লিৎজ তাঁর ঝুলিতে। বোর্ডের সামনে বসার আগে বেড়াতে চান এই কলকাতায়।

বাংলা খবর/ খবর/খেলা/
প্রথমবার কলকাতায় ম্যাগনাস কার্লসেন, অংশ নেবেন কলকাতায় দাবার গ্র্যান্ড ট্যুর