কমনওয়েলথে অভিষেকেই চমকে দিয়েছিলেন ২৫ বছরের গুরুরাজা ৷ ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে মোট ২৪৯ কেজি (১১১ এবং ১৩৮) ওজন তোলেন তিনি ৷ মালয়েশিয়ার তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন মহম্মদ ইজহার আহমেদ ২৬১ কিলো ওজন তুলে রেকর্ড গড়ে সোনার পদক জিতেছেন। গুরুরাজা অল্পের জন্য সোনা হাতছাড়া করলেও কোনও ভুল করেননি মীরাবাঈ ৷ সবমিলিয়ে ১৯৬ কেজি ওজন তুলে সোনা ছিনিয়ে নেন তিনি ৷ দ্বিতীয় স্থানে থাকা মরিশাসের মেরি হানিত্রা রয়লিয়া রেনেভোসোয়ার থেকে ২৬ কেজি বেশি ওজন তোলেন মীরাবাঈ ৷
advertisement
দেশকে এবারের কমনওয়েলথ গেমসে প্রথম পদকটি এনে দেওয়ার পর গুরুরাজা বলেছেন, ‘‘ ভারোত্তলনে ভারত প্রথম পদক পেল ভেবে, দারুণ খুশি লাগছে। রূপো জিততে পেরে ভাল লাগছে ৷ তবে এটা আমার সেরা পারফরম্যান্স নয় ৷ ’’