TRENDING:

মেয়েকে জন্মদিনে নিজের হাতে খাইয়ে দিলেন লিয়েন্ডার পেজ ! বললেন ভালবাসার গল্প !

Last Updated:

মেয়ের জন্মদিনে একসঙ্গে সময় কাটাচ্ছেন পেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেগ আজ তাঁর মেয়ে আইয়ানার জন্মদিনে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। ছবিতে দেখা যাচ্ছে মেয়ের জন্মদিনে একসঙ্গে সময় কাটাচ্ছেন পেজ। বাবা মেয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখানেই চলছে জন্মদিন সেলিব্রেশন।
advertisement

নিজে হাতে জন্মদিনে মেয়েকে খাইয়ে দিচ্ছেন লিয়েন্ডার। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "শুভ জন্মদিন আমার ডারলিং। তোমাকে সব ভালবাসা আর খুশি দিলাম। পাপা তোমাকে ভালবাসে।" এই ছবি পোস্টের পর শেয়ার ও লাইকে ভরে গিয়েছে। এ ছবি যেন বাবা মেয়ের ভালবাসা ও স্নেহের কথাই বলছে। সকলের মন জয় করে নিলেন আইয়ানা ও লিয়েন্ডার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মেয়েকে জন্মদিনে নিজের হাতে খাইয়ে দিলেন লিয়েন্ডার পেজ ! বললেন ভালবাসার গল্প !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল