এ দিন খেলার শুরু থেকে আক্রমণের ঝড় তোলে জার্মানির মেয়েরা৷ ১২ মিনিটেই প্রথম গোল হজম করে ভারত৷ কিন্তু গোল খেয়েও হাল ছাড়েনি ভারতীয় দল৷ ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগও এসেছিল৷ কিন্তু পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হন গুরজিৎ কউর৷ উল্টে খেলার ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় জার্মানরা৷ এর পরে আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি ভারতীয় দলের পক্ষে৷ এর পরেও অবশ্য গোল করার সুযোগ এসেছিল ভারতের সামনে৷ কিন্তু জার্মান গোলরক্ষকের দক্ষতায় সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভারতীয় ফরওয়ার্ডরা৷
advertisement
অলিম্পিক্সের দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও একগুচ্ছ হতাশাই প্রাপ্তি হল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের৷ এখনও পর্যন্ত মীরাবাঈ চানুর রুপো জয়ের সৌজন্যেই পদক তালিকায় নাম রয়েছে ভারতের৷ এ হকিতেও ফের হতাশ করল ভারতের মেয়েরা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2021 7:49 PM IST
