TRENDING:

Tokyo Olympics 2020 Live Updates: হকিতে প্রথম ম্যাচেই জয় ভারতের, ৩-২-তে শ্রীজেশরা হারালেন নিউ জিল্যান্ডকে

Last Updated:

জয় দিয়ে টোকিও অলিম্পিক শুরু করল ভারতীয় হকি দল (Indian Men's Hockey Team)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: এক বছর পিছিয়ে শেষ পর্যন্ত শুরু হয়েছে অলিম্পিক। সরকারিভাবে আজ, শনিবার অলিম্পিকের প্রথম দিন। আর প্রথম দিনেই বেশ কয়েকজন ভারতীয় অ্যাথলিটের ইভেন্ট রয়েছে। তবে শনিবারের সকালটা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য ভাল-মন্দে মেশানো কাটল। শুটিংয়ে অপূর্বী চাণ্ডিলা হতাশ করলেন। তবে তিরন্দাজিতে দীপিকা কুমারী ও প্রবীণ যাদব মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন। আরও একটি ভাল খবর রয়েছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য। ভারতীয় হকি দল প্রথম ম্যাচেই শক্তিশালী নিউ জিল্যান্ডকে হারিয়েছে। ম্যাচের ফল ভারতের পক্ষে ৩-২। ছেলেদের হকিতে পুল-এ'র প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছেন শ্রীজেশ, রূপিন্দররা।
advertisement

ম্য়াচের ৬ মিনিটের মাথায় গোল খেয়ে বসে ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করে যান নিউ জিল্যান্ডের কেন রাসেল। ১০ মিনিটের মাথায় গোল শোধ দিয়ে দেন ভারতের রুপিন্দর পাল। তিনিও পেনাল্টি কর্নার থেকেই গোল দেন। এর পর নিউ জিল্যান্ডের আক্রমণ আছড়ে পড়তে থাকে ভারতীয় ডিফেন্সে। একের পর এক দুরন্ত সেভ দেন ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ। ২৬ মিনিটে ২-১ লিড নিয়ে নেয় ভারত। হরমনপ্রিত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করেন। চাপে পড়ে যায় নিউ জিল্যান্ড। তবে তাদের আক্রমণের ঝাঁঝ কমেনি। এর পর ৩৩ মিনিটে আরও একটি গোল করে ভারত। এবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রিত। মাঝমাঠের দখল হারাতে থাকে নিউ জিল্য়ান্ড। ৪৩ মিনিটে নিউ জিল্যান্ডের স্টিফেন জেনেস একটি গোল শোধ দেন।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা বারাসাতে
আরও দেখুন

হকিতে ভারতের সোনালী দিন ফেরার অপেক্ষায় গোটা দেশ। একটা সময় অলিম্পিকে ভারতীয় হকি দলে দাপট ছিল দেখার মতো। তবে গত কয়েক বছরে সেই দাপট আর নেই। আবার কী হকিতে ভারতের সোনালী যুগ ফিরবে!

বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020 Live Updates: হকিতে প্রথম ম্যাচেই জয় ভারতের, ৩-২-তে শ্রীজেশরা হারালেন নিউ জিল্যান্ডকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল