ম্য়াচের ৬ মিনিটের মাথায় গোল খেয়ে বসে ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করে যান নিউ জিল্যান্ডের কেন রাসেল। ১০ মিনিটের মাথায় গোল শোধ দিয়ে দেন ভারতের রুপিন্দর পাল। তিনিও পেনাল্টি কর্নার থেকেই গোল দেন। এর পর নিউ জিল্যান্ডের আক্রমণ আছড়ে পড়তে থাকে ভারতীয় ডিফেন্সে। একের পর এক দুরন্ত সেভ দেন ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ। ২৬ মিনিটে ২-১ লিড নিয়ে নেয় ভারত। হরমনপ্রিত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করেন। চাপে পড়ে যায় নিউ জিল্যান্ড। তবে তাদের আক্রমণের ঝাঁঝ কমেনি। এর পর ৩৩ মিনিটে আরও একটি গোল করে ভারত। এবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রিত। মাঝমাঠের দখল হারাতে থাকে নিউ জিল্য়ান্ড। ৪৩ মিনিটে নিউ জিল্যান্ডের স্টিফেন জেনেস একটি গোল শোধ দেন।
advertisement
হকিতে ভারতের সোনালী দিন ফেরার অপেক্ষায় গোটা দেশ। একটা সময় অলিম্পিকে ভারতীয় হকি দলে দাপট ছিল দেখার মতো। তবে গত কয়েক বছরে সেই দাপট আর নেই। আবার কী হকিতে ভারতের সোনালী যুগ ফিরবে!
