কলকাতায় সম্প্রতি একটি টিএমটি বার সংস্থার অনুষ্ঠানে এসে মেরি বলেন, ‘‘ দেখুন আমার কাছে সব আছে ৷ নেই শুধু অলিম্পিক সোনা ৷ ওটা পাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ তার জন্য আমি লড়াই করে যাচ্ছি ৷ ’’ তবে ২০২০ টোকিও অলিম্পিকের পাশাপাশি এবছর রাশিয়ায় বিশ্বচ্যাম্পিয়নশিপ নিয়েও ভাবছেন মেরি ৷ কারণ রাশিয়াতে ভাল ফল মানেই টোকিওর টিকিট কনফার্ম ৷
advertisement
অঙ্কিত টিএমটি বার সংস্থার তিনি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর ৷ সাধারণত মহিলাদের কাছে কোনও টিএমটি বারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার অফার খুব একটা আসে না ৷ তাই সংস্থার তরফে এই প্রস্তাব পেয়ে খুশিই হয়েছিলেন মেরি ৷ তিনিই কি বক্সিংয়ের মহেন্দ্র সিং ধোনি ? এই তুলনা উঠতে কিছুটা অসন্তুষ্টই হন মেরি ৷ কারণ মণিপুরের অলিম্পিক পদকজয়ী বক্সারের মতে, ‘‘ ধোনি যদি ক্রিকেটের কিংবদন্তী হন ৷ আমি তাহলে বক্সিংয়ের ৷ ছেলেরা অনেকদিন পর্যন্ত খেলাধূলা চালিয়ে যেতে পারে কোনও বাধাবিপত্তি ছাড়াই ৷ কিন্তু মহিলাদের পক্ষে সেটা করা খুবই কঠিন ৷ তাও আবার বক্সিংয়ের মতো খেলায় ৷ যার তিনটি সন্তান রয়েছে, তাঁর পক্ষে খেলা চালিয়ে যাওয়া এবং একের পর এক খেতাব জেতা অত্যন্ত কঠিন কাজ ৷ ’’