TRENDING:

এবার আর রুপো নয়,এবার সোনা জিতলেন হিমা দাস, পুুরুষদের রিলে দল পেল রুপো

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জাকার্তা : জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতে সকলের আশা বাড়িয়ে দিয়েছিলেন হিমা দাস ৷ তবে এর আগে দুটি রুপো হলেও এশিয়ান গেমসের মঞ্চে সোনা পাওয়া হয়নি হিমার ৷ বৃহস্পতিবার লক্ষ্যে অবিচল থেকে নিজের নামের পাশে তৃতীয় পদক বসিয়ে নিলেন হিমা ৷ তাও আবার সোনালি রঙের ৷
advertisement

মহিলাদের ৪ ইন্টু ১০০ মিটারে সোনা জিতল ভারতীয় মহিলা দল ৷ এদিন দারুণ শুরু করে দেন হিমা দাস ৷ তিনি প্রথমেই যে ৬০-৭০ মিটারের লিড দিয়েছিলেন সেটাই পুরো দল দৌড়ের সময় বজায় রেখেছিল ৷

এদিনের হিমার সঙ্গী ছিলেন এম আর পুভাম্মা,এসএল গায়কোয়াড, ভি কোরথ ৷ ভারতীয় মেয়েরা এদিন রেস শেষ করেন 3:28:72 সময়ে ৷ রুপো পেল বাহেরিন ও ব্রোঞ্জ গেল ভিয়েতনামের দখলে ৷ এটি ভারতের এবারের এশিয়ান গেমসে ১৩তম সোনা ৷

advertisement

Photo Courtesy : IOA/ Twitter Handle

advertisement

এদিকে মহিলারা যেমন  রিলেতে সোনা জিতলেন তেমনিই নিরাশ করেননি ভারতীয় পুরুষ রিলে দলও ৷ রুপো জিতলেন তাঁরা ৷ মহম্মদ পুথানপুরকাক্কাল, ধারুণ আয়াস্বামী, মহম্মদ আনাস ও রাজীব আকোরিয়া এদিন দৌড় শেষ করলেন 3:01:85 সময়ে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
এবার আর রুপো নয়,এবার সোনা জিতলেন হিমা দাস, পুুরুষদের রিলে দল পেল রুপো