ধারাভাষ্যকার এদিন এমন ভুল করলেন যে ভারতীয় সমর্থকদের একাংশ দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন। অনেকেই ভাবতে শুরু করেছিলেন, দীপা কি তবে জিমন্য়াস্টিকস ছেড়ে তিরন্দাজিতে নামছেন! আসলে সেই ধারাভাষ্যকার নাম-বিভ্রাট ঘটিয়ে ফেলেছিলেন। তিনি তিরন্দাজির দীপিকা কুমারী ও জিমন্যাস্টিকসের দীপা কর্মকারকে গুলিয়ে ফেলেন। টোকিও অলিম্পিকে মহিলাদের একক তিরন্দাজি ইভেন্ট ও মিক্সড দল ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন দীপিকা কুমারি। সেই ধারাভাষ্যকার দীপিকা কুমারীর বদলে দীপা কর্মকারকে তিরন্দাজির সঙ্গে জুড়ে দেন। টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ২০৫টি দেশের মার্চ পাস্ট করার সময় ঘটে এমন অনভিপ্রেত ঘটনা। ধারাভাষ্যকার বলে ফেলেন, 'ভূটানের পতাকাবাহক কর্মা সামনের দিকে এগিয়ে চলেছেন। তিরন্দাজিতে আগামীকাল দীপা কর্মকারের বিরুদ্ধে খেলবেন তিনি।' এমন ভুল কী করে হ.য়! প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ ধারাভাষ্যকারের সমালোচনাও করেছেন। দীপা কর্মকার নিজেও ব্যাপারটি সিরিয়াসলি নিয়েছেন। মজার ছলে হলেও তিনি টুইট করে ধারাভাষ্যকারকে যোগ্য জবাব দিয়েছেন।
advertisement