অনেকেই ভেবেছিলেন, অলিম্পিক ইতিহাসে প্রথমবার তিরন্দাজির মিক্সড ডাবলস ইভেন্টে ভারতের হয়ে নামবেন স্বামী-স্ত্রী জুটি। অর্থাত্, শনিবার অতনু দাস ও দীপিকা কুমারীকে মিক্সড ইভেন্টে দেখা যাবে। কিন্তু শুক্রবার ব্যক্তিগত ইভেন্টের ফলাফল বিচার করে শেষ মুহূর্তে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলে ভারতের তিরন্দাজি টিম ম্যানেজমেন্ট। শুক্রবারই জানা গিয়েছিল, মিক্সড ডাবলসে দীপিকা কুমারী নামবেন প্রবীণ যাদবের সঙ্গে। র্যাঙ্কিং ইভেন্টে দীপিকাদের পয়েন্টের বিচার করে এমন সিদ্ধান্ত নিয়েছিল ম্যানেজমেন্ট। আর সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা শনিবার সাতসকালেই প্রমাণ হয়ে গেল। দীপিকা ও প্রবীণের জুটি পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল, প্রবীণের সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রেখেই তাঁকে দীপিকার সঙ্গে মিক্সড ইভেন্টে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
তাইপেইয়ের বিরুদ্ধে এদিন দুরন্ত পারফর্ম করেন দীপিকা ও প্রবীণ। প্রথম সেটে হেরে গিয়েছিলেন তাঁরা। তবে পাঁচের মধ্যে তিনটি সেট জিতে নেয় ভারতীয় জুটি। শেষ দুটি তির ছুড়ে পর পর ১০ পয়েন্ট করে তুলে নেন তাঁরা। তাইপেইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই জয় দীপিকাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।
