TRENDING:

৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবিত্র বিশ্বাস, পেলেন ভারত্তোলনে জোড়া পদক

Last Updated:

এখন বয়স ছাপ্পান্ন। কিন্তু ভারত্তোলনের নেশা ছাড়েননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কথায় বলে, যে রাধে সে চুলও বাঁধে। কথাটা যে স্রেফ কথার কথা নয় সেটা প্রমাণ করে ছাড়লেন কলকাতা পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবিত্র বিশ্বাস। মঙ্গোলিয়ায় ভারত্তোলন প্রতিযোগিতায় দেশকে দিয়েছেন দু-দুটি পদক। তার মধ্যে একটি সোনা।
advertisement

-রাজনীতিতে পরিচিত মুখ। পঁচানব্বই সাল থেকে কাউন্সিলর। কিন্তু শুধু রাজনীতিই তাঁর জীবন নয়, বেলেঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎসাহী ভারত্তোলনেও।বেলেঘাটা তরুণ সংঘে প্রথম প্রতিযোগিতা,

তারপর থেকে নেমেছেন নানা প্রতিযোগিতায়। পেয়েছেন বহু পদক। এখন বয়স ছাপ্পান্ন। কিন্তু ভারত্তোলনের নেশা ছাড়েননি। মঙ্গোলিয়ায় প্রতিযোগিতায় দেশের জন্য জিতে আনলেন দুটি পদক। ৮৩ কেজি ইকিউপমেন্ট বিভাগে সোনা জিতেছেন আর আনইকিউপমেন্টে পেয়েছেন ব্রোঞ্জ।

advertisement

আরও পড়ুন - প্লাস্টিক একেবারে বন্ধ, কড়া নিয়ম দুর্গাপুরে

কাউন্সিলর হিসেবে মানুষের কাজ করার পাশাপাশি ভারত্তোলনেও নতুন লক্ষ্য সামনে রেখে এগোতে চাইছেন পবিত্র বিশ্বাস।

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবিত্র বিশ্বাস, পেলেন ভারত্তোলনে জোড়া পদক