TRENDING:

কমনওয়েলথ সোনাজয়ী সঞ্জিতা চানু ডোপ স্ক্যানারের নিচে

Last Updated:

গতমাসেই কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সঞ্জিতা চানু আর তারপর শুক্রবার এল দুঃসংবাদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গতমাসেই কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সঞ্জিতা চানু আর তারপর শুক্রবার এল দুঃসংবাদ ৷
advertisement

কমনওয়েলথ গেমসে দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন ভারোত্তোলক সঞ্জিতা চানু। শুক্রবার ডোপ টেস্ট পাস করতে পারলেন না ৷ টেস্টোস্টেরন পাওয়া গেছে তাঁর মূত্রের নমুনায় ৷ তাঁর রক্তে নিষিদ্ধ অ্যানাবোলিক স্টেরয়েডের নমুনা পাওয়া গেছে ৷ আন্তর্জাতিক ভারোত্তলন সংস্থা তাঁর উপরে শর্তাধীন নিষেধাজ্ঞাও জারি করেছে।

অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে ৫৩ কেজি বিভাগে জয় করা সোনার পদকও হাতছাড়া হওয়ার সম্ভবনা রয়েছে ৷

advertisement

তবে যদি দেখা যায় অ্যান্টি ডোপিং কোনও নিয়ম ভাঙেননি সঞ্জিতা তাহলে তাও জানানো হবে জানিয়েছে ইন্ডিয়ান রেসলিং ফেডারেশন ৷ ভারোত্তলন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্জিতার মূত্র নমুনায় পজ়িটিভ টেস্টস্টেরন পাওয়া গেছে। ডোপিং বিরোধী নিয়ম ভাঙার জন্য এই অ্যাথলিটের উপরে শর্তাধীন নিষেধাজ্ঞা জারি করা হল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২৪ বছরের মণিপুরি কমনওয়েলথ রেকর্ড ভেঙেছিলেন ৷ স্ন্যাচ ক্যাটাগরিতে ৮৪ কেজি ও তারপর ১০৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৯২ কেজি তুলেছিলেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কমনওয়েলথ সোনাজয়ী সঞ্জিতা চানু ডোপ স্ক্যানারের নিচে