TRENDING:

CWG 2018: কুস্তিতে ভারতকে জোড়া সোনা এনে দিলেন সুশীল ও রাহুল

Last Updated:

বৃহস্পতিবার কুস্তিতে ভারতকে জোড়া সোনা এনে দিলেন সুশীল কুমার এবং রাহুল আওয়ারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোল্ড কোস্ট: চলতি কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত ৷ বৃহস্পতিবার কুস্তিতে ভারতকে জোড়া সোনা এনে দিলেন সুশীল কুমার এবং রাহুল আওয়ারে ৷ ৭৪ কেজি বিভাগে সোনা জেতেন ফেভারিট সুশীল কুমার ৷ কমনওয়েলথ গেমসে সোনা জয়ের হ্যাটট্রিকটাও সেরে ফেললেন সুশীল কুমার ৷
advertisement

Network18 Creative

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে অলিম্পিক এবং কমনওয়েলথের আসরে ভারতকে পদক এনে দেওয়া সুশীল এবারও হতাশ করেননি দেশকে ৷ দক্ষিণ আফ্রিকার জোহানেস বোথাকে ফাইনালে হারিয়ে সোনা ছিনিয়ে নেন সুশীল ৷ অন্যদিকে আরেক ভারতীয় কুস্তিগীর রাহুল আওয়ারেও ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন এদিন ৷ কানাডার স্টিভেন টাকাহাশিকে ফাইনালে ৩-১ ব্যবধানে হারালেন তিনি ৷ এর আগে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন রাহুল ৷ মেলবোর্নে ২০১১ সালের কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপেও সোনা ছিল তাঁর ঝুলিতে ৷ এবারের কমনওয়েলথ গেমসেও দেশকে আরও একটা সোনা এনে দিতে সফল রাহুল ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
CWG 2018: কুস্তিতে ভারতকে জোড়া সোনা এনে দিলেন সুশীল ও রাহুল