TRENDING:

ঝাপসা চোখে বিশ্বজয়, কমনওয়েলথ গেমসে জুডোয় ব্রোঞ্জ জয় বুদ্ধদেবের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নরেন্দ্রপুর: দৃষ্টি ঝাপসা। কিন্তু জীবনের লড়াই খুব কাছ থেকে দেখেছেন। ছোট থেকে জুডোই ছিল তাঁর ধ্যান জ্ঞান। এতদিনে সাফল্যের মুখ দেখলেন। কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে ফিরলেন নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজের পড়ুয়া বুদ্ধদেব জানা।
advertisement

চোখ দুটোতে আলো নেই। কিন্তু ওঁর মেধার আলোয় ঝলমলে দেশের নাম... নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির দ্বাদশ শ্রেণীর পড়ুয়া বুদ্ধদেব জানা। ছোট থেকেই ঝাপসা দৃষ্টি... কিন্তু লক্ষ্যটা পরিস্কার।

বার্মিংহামে কমনওয়েলথ গেমসের জুডো চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ফিরেছেন বুদ্ধদেব। ২২ দেশের প্রতিনিধিকে হারিয়ে পদক জিতেছেন তিনি। এই প্রথম ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির কোনও পড়ুয়ার পদক জয়। খুশি শিক্ষক, পড়ুয়ারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এখানেই শেষ নয়...আরও অনেকটা পথ চলা বাকি ৷

বাংলা খবর/ খবর/খেলা/
ঝাপসা চোখে বিশ্বজয়, কমনওয়েলথ গেমসে জুডোয় ব্রোঞ্জ জয় বুদ্ধদেবের