advertisement
এদিন তিউনিশিয়ার খেলোয়াড়কে দাঁড়াতেই দেননি ভবানী দেবী ৷ প্রায় একপেশে ম্যাচ জেতেন তিনি ৷ এবারের অলিম্পিকে বিভিন্ন ইভেন্টে ভারতীয় মহিলা খেলোয়াড়দের এখনও পর্যন্ত পারফরম্যান্স যথেষ্ট ভাল ৷
শৈশবে ফেন্সিং তাঁর পছন্দের ক্রীড়া ছিল না। এক কথায় আর কোনও কিছু না পেয়েই ওই খেলাকে বেছে নিয়েছিলেন সিএ ভবানী দেবী। আর সেখান থেকেই শুরু হয়েছিল তাঁর যাত্রা। দেশের প্রথম ফেন্সার হিসেবে টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন তামিলনাড়ুর অ্যাথলিট ৷ আর প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স করলেন তিনি ৷
এদিকে জিমন্যাস্টিক্সে বাংলার প্রণতির ব্যর্থতায় হতাশ বাংলার জিমন্যাস্ট কোচ মিনারা বেগম ৷ তাঁর মতে, অলিম্পিকের মত প্রতিযোগিতায় অনেক সাধনা করেও কোনও খেলোয়াড়কে খালি হাতে ফিরতে হতে পারে। মিনারা বেগম তাতে দোষের কিছু দেখেন না। কিন্তু যেভাবে প্রণতি বিমে হতাশ করেছেন, আনইভেন বারে পা নীচে ঠেকিয়ে ফেলেছেন সেটা মানতে কষ্ট হচ্ছে মিনারার। সরাসরি দায়ী করছেন কোচ মনোহর শর্মাকে। প্রণতির যে পরিমাণে অনুশীলন করা উচিত ছিল, সেটা হয়নি বলেই মনে করেন তিনি।
