প্রায় এক কিলোমিটার লম্বা রাস্তা মানুষ আর মানুষ। বজরং, রবি, নিরজদের জন্য উপস্থিত ছিলেন পরিবারের লোকেরা। একবার ছুঁয়ে দেখার জন্য, একটা সেলফি তোলার জন্য মানুষের হাহাকার। গলায় ফুলের মালা লাগিয়ে একে একে বেরোলেন দেশের বাহুবলীরা।
দিল্লি পৌঁছে গিয়েছিলেন পিভি সিন্ধু। কিছু পরে দিল্লির অশোকা হোটেলে সাই এবং সরকারের পক্ষ থেকে সম্মান জানানো হবে প্রত্যেককে।একটা সময় ছিল ভারতের ক্রিকেটার ছাড়া অন্য কোন খেলোয়াড় দাম পেতেন না। কিন্তু এবারের অলিম্পিক যেন মানুষের চোখ খুলে দিয়েছে। দেশের সেরা সন্তানদের বুকে টেনে নিয়েছে দেশবাসী।
advertisement
Location :
First Published :
August 09, 2021 6:12 PM IST