#জাকার্তা: ইন্দোনেশিয়াকে ২৬ গোল, শ্রীলঙ্কাকে ২০ গোল দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে হারটা একেবারেই মেনে নিতে পারেননি আকাশদীপরা ৷ ভারতীয় সমর্থকদের কাছেও ওই হারটা যথেষ্ট অপ্রত্যাশিতই ছিল ৷ ভারত অধিনায়ক শ্রীজেশ বলেছিলেন, জাকার্তা এশিয়াডে সোনা ছাড়া আর কোনও পদক জেতাটাই হতাশার হবে। শেষপর্যন্ত ব্রোঞ্জ জিতেই দেশে ফিরছে ভারতীয় পুরুষ হকি দল ৷ তবে আনন্দের খবর একটাই, ব্রোঞ্জ এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ৷ শনিবার ভারত ম্যাচ জেতে ২-১ গোলে ৷
advertisement
ভারতের হয়ে এদিন গোল দুটি করেন আকাশদীপ সিং এবং হরমনপ্রীত সিং ৷ ম্যাচের ৩ মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন আকাশদীপ ৷ এরপর ৫০তম মিনিটে ব্যবধান বাড়ান হরমনপ্রীত ৷ ৫২ মিনিটে পাকিস্তানের হয়ে আতিক মহম্মদ একটি গোল করলেও শেষরক্ষা করতে পারেননি ৷
মালয়েশিয়ার কাছে সেমিফাইনালে শ্যুটআউটে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই গ্রুপ লিগে ঝড় তুলে পাঁচটা ম্যাচে মোট ৭৬টি গোল করেছিলেন আকাশদীপরা। কিন্তু সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে হেরে সোনা জয়ের সব আশা শেষ হয়ে যায় মেন ইন ব্লুদের। গতবার এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান ফাইনালে খেলেছিল। পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে সোনা জিতেছিল ভারত। এবার অবশ্য ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল সর্দারদের ৷