সম্প্রতি অ্যালিস বিয়ে করেছেন এক ভারতীয়কে ৷ তাই নিজের বিয়ের আসরে ভারতীয় স্পর্শ থাকুক, এমনটাই চেয়েছিলেন অ্যালিসন ৷ সে কারণেই বলিউডি নাচ শিখেছিলেন মন দিয়ে ৷ আর বিয়ের আসর কাঁপিয়ে দিলেন সেই নাচের তালেই ৷
অ্যালিসন বিয়ে করেছেন ভারতীয় প্রাক্তন ডেভিসকাপার ও অধিনায়ক আনন্দ অমৃতরাজের ছেলে স্টিফেন অমৃতরাজকে ৷ স্টিফেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অ্যালিসনের ৷ নিজের নাচের ভিডিও নিজেই ট্যুইট করেন অ্যালিসন ৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি ৷ যা দেখে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও অ্যালিসনের নাচের প্রশংসা করেন ৷
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে রয়েছেন অ্যালিসন রিসকে। ২০১৯ উইম্বলডনে শীর্ষ বাছাই অ্যাশলে বার্টিকে হারিয়ে তিনি তাঁর প্রথম গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালেও পৌঁছেছিলেন। যদিও তিনি কোয়ার্টার ফাইনালে তিন সেটের লড়াইয়ে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান। ফাইনালে সেরেনা হারেন সিমোনা হালেপের কাছে।

