সংখ্যায় অনেক কম হলেও উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে আফগান খেলোয়াড়দের দেখে হাততালি এবং শুভেচ্ছায় এদিন ভরিয়ে দেন ক্রীড়াপ্রেমীরা ৷ প্রত্যেকেই গেমসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আফগান দলকে ৷ মার্চপাস্টে আফগানিস্তানের পতাকাবাহক ছিলেন দলের একমাত্র মহিলা সদস্য স্প্রিন্টার কামিয়া ইউসুফি ৷
advertisement
এদিকে রিও অলিম্পিকের পর টোকিও অলিম্পিকেও অংশগ্রহণ করছে রিফিউজি অলিম্পিক টিম। মোট ২৯ জন খেলোয়াড় রিফিউজি দলের হয়ে অংশ নেবেন ১২টি ইভেন্টে। কাতারে প্রস্তুতি পর্ব সেরেই টোকিও পৌঁছেছে রিফিউজি অলিম্পিক দলের সদস্যরা ৷ কোনও নির্যাতন, যুদ্ধ বা হিংসার কারণে কেউ দেশ ছেড়ে অন্য দেশে প্রবেশে বাধ্য হলে তাঁকে উদ্বাস্তু স্বীকৃতি দেওয়া হয়। রাষ্ট্রসংঘের নিয়মে উদ্বাস্তু স্বীকৃতি পাওয়া অ্যাথলিটদের নিয়েই তৈরি হয়েছে এই রিফিউজি অলিম্পিক টিম।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2021 7:26 PM IST
