TRENDING:

Afghanistan in Tokyo Olympics: অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আফগান খেলোয়াড়রা, শুভেচ্ছা গোটা বিশ্বের

Last Updated:

Afghanistan Team in Tokyo Olympics Opening Ceremony: মার্চপাস্টে আফগানিস্তানের পতাকাবাহক ছিলেন দলের একমাত্র মহিলা সদস্য স্প্রিন্টার কামিয়া ইউসুফি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টোকিও: দেশ এখন চরম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷  মার্কিন সেনা ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে ধীরে ধীরে ফিরে যাওয়া শুরু করতেই ফের গোটা দেশ নিজেদের নিয়ন্ত্রণে আনতে উঠে পড়ে লেগেছে তালিবানরা ৷ বেশ কিছু প্রদেশ এখন তাদেরই দখলে ৷ যেন দু’দশকের পুরনো ভয়াবহ ছবিটাই ফিরে এসেছে আফগানিস্তানে ৷ এই অবস্থায় শুক্রবার থেকে শুরু হওয়া টোকিও অলিম্পিক গেমসে অংশ নিয়েছে আফগানিস্তানের খেলোয়াড়রা ৷
advertisement

Photo: Twitter

সংখ্যায় অনেক কম হলেও উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে আফগান খেলোয়াড়দের দেখে হাততালি এবং শুভেচ্ছায় এদিন ভরিয়ে দেন ক্রীড়াপ্রেমীরা ৷ প্রত্যেকেই গেমসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আফগান দলকে ৷ মার্চপাস্টে আফগানিস্তানের পতাকাবাহক ছিলেন দলের একমাত্র মহিলা সদস্য স্প্রিন্টার কামিয়া ইউসুফি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা বারাসাতে
আরও দেখুন

এদিকে রিও অলিম্পিকের পর টোকিও অলিম্পিকেও অংশগ্রহণ করছে রিফিউজি অলিম্পিক টিম। মোট ২৯ জন খেলোয়াড় রিফিউজি দলের হয়ে অংশ নেবেন ১২টি ইভেন্টে। কাতারে প্রস্তুতি পর্ব সেরেই টোকিও পৌঁছেছে রিফিউজি অলিম্পিক দলের সদস্যরা ৷ কোনও নির্যাতন, যুদ্ধ বা হিংসার কারণে কেউ দেশ ছেড়ে অন্য দেশে প্রবেশে বাধ্য হলে তাঁকে উদ্বাস্তু স্বীকৃতি দেওয়া হয়। রাষ্ট্রসংঘের নিয়মে উদ্বাস্তু স্বীকৃতি পাওয়া অ্যাথলিটদের নিয়েই তৈরি হয়েছে এই রিফিউজি অলিম্পিক টিম।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Afghanistan in Tokyo Olympics: অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আফগান খেলোয়াড়রা, শুভেচ্ছা গোটা বিশ্বের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল