TRENDING:

ChatGPT : এআই আর 'ডাক্তারি' করবে না! উকিলও 'সাজবে' না! আর্থিক পরামর্শও দেবে না! গত ২ মাসে কেলেঙ্কারি কাণ্ড, এবার বড় সিদ্ধান্ত

Last Updated:

ChatGpt: OpenAI ঘোষণা করেছে, ChatGPT আর চিকিৎসা, আইন বা আর্থিক পরামর্শ দেবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : OpenAI ঘোষণা করেছে, ChatGPT আর চিকিৎসা, আইন বা আর্থিক পরামর্শ দেবে না।
News18
News18
advertisement

“২৯ অক্টোবর থেকে ChatGPT চিকিৎসা, আইনি বিষয় ও অর্থসম্পর্কিত বিষয়ে নির্দিষ্ট দিকনির্দেশ দেওয়া বন্ধ করেছে। এখন এটি আনুষ্ঠানিকভাবে একটি ‘শিক্ষামূলক টুল’, পরামর্শদাতা নয়।

নতুন নিয়ম অনুযায়ী, ChatGPT চিকিৎসার নাম বা মাত্রা (dosage) দেবে না, কোনও মামলার খসড়া (lawsuit templates) বা আদালতে কৌশল (court strategies) দেবে না।

NEXTA জানিয়েছে, ChatGPT এখন কেবল “নীতিসমূহ ব্যাখ্যা করবে, সাধারণ প্রক্রিয়াগুলো তুলে ধরবে এবং বলবে — ‘একজন ডাক্তার, আইনজীবী বা আর্থিক পেশাদারের সঙ্গে কথা বলুন।”

advertisement

অগাস্ট মাসে একজন ৬০ বছর বয়সী পুরুষকে তিন সপ্তাহ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কারণ তিনি ChatGPT থেকে পরামর্শ নিয়ে সাধারণ টেবিল লবণের (সোডিয়াম ক্লোরাইড) বদলে সোডিয়াম ব্রোমাইড ব্যবহার শুরু করেছিলেন।

জার্নাল Annals of Internal Medicine-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির পূর্বে মনোরোগ বা অন্যান্য বড় রোগের ইতিহাস ছিল না।  হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই ব্যক্তি জানান, তিনি ChatGPT-এর পরামর্শে টেবিল লবণ সম্পূর্ণভাবে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার জন্য একটি “ব্যক্তিগত পরীক্ষা” (personal experiment) চালাচ্ছিলেন, কারণ তিনি ChatGPT-এর কাছ থেকে লবণের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জেনেছিলেন।

advertisement

সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ডের কাউন্টি কেরির কিলার্নি এলাকার ৩৭ বছর বয়সী ওয়ারেন টিয়ার্নি (Warren Tierney) গিলতে সমস্যা দেখা দিলে ChatGPT-এর কাছে সাহায্য চান। এআই চ্যাটবট তাকে জানায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা “অত্যন্ত কম”।

আরও পড়ুন- ১৩,০০০ টাকা সস্তায় কিনে ফেলুন Oppo-র প্রিমিয়াম স্মার্টফোন, ফিচার যা চমকে দেবে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

চ্যাটজিপিটির উত্তরটি বিশ্বাসযোগ্য মনে হওয়ায় ওই প্রাক্তন মনোবিজ্ঞানী চিকিৎসকের কাছে যেতে দেরি করেন। পরে তাঁর খাদ্যনালীতে স্টেজ–ফোর অ্যাডিনোকারসিনোমা শনাক্ত হয়। তিনি মিরর (Mirror)-কে বলেন, “আমার মনে হয়, এটা শেষ পর্যন্ত সত্যিই বড় একটা সমস্যায় পরিণত হয়েছিল। কারণ ChatGPT-এর কারণে সম্ভবত আমি যথাসময়ে চিকিৎসা নিইনি। যা ঘটেছে তার সম্পূর্ণ দায় নিজেই নিচ্ছি।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ChatGPT : এআই আর 'ডাক্তারি' করবে না! উকিলও 'সাজবে' না! আর্থিক পরামর্শও দেবে না! গত ২ মাসে কেলেঙ্কারি কাণ্ড, এবার বড় সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল