কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে আপত্তিকর উদযাপন করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ড্রেসিংরুমে গিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য এক মিনিট নীরবতা পালন করতে বলেন ‘গোল্ডেন গ্লাভ’ বিজয়ী এই গোলরক্ষক।
এরপর আর্জেন্টিনায় বিশ্বকাপ উদযাপনের সময় ‘এমবাপ্পের পুতুল’ হাতে দেখা যায় মার্টিনেজকে। মার্টিনেজ ছাড়াও একাধিক খেলোয়াড় উদযাপনের সময় সীমা লঙঘন করেছেন বলে অভিযোগ রয়েছে। আর্জেন্টিনা দলের এমন ‘আক্রমণাত্মক আচরণ’-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা।
advertisement
লিওনেল মেসির দল ‘আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লের নীতিমালা লঙ্ঘন’ এবং ‘খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণ’-সম্পর্কিত বিধিমালা ভেঙেছে বলে মনে করছে ফিফা। এ জন্য ডিসিপ্লিনারি বিধির ১১ ও ১২তম ধারা ধরে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
শুধু আর্জেন্টিনা দলের উদযাপন নিয়ে নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়শনের (এএফএ) বিরুদ্ধেও তদন্ত করবে ফিফা। আর্জেন্টাইন বোর্ডের বিরুদ্ধে মিডিয়া ও মার্কেটিং নীতিমালা ভঙ্গের অভিযোগ রয়েছে। তবে আর্জেন্টিনাকে সাসপেন্ড করা হবে নাকি আর্থিক জরিমানা করা হবে সেটা পরিষ্কার নয়।