বিশ্বকাপের দল ঘোষণার পর এই প্রশ্নের সম্মুখীন হলে সোজাসুজি জবাব দেন অধিনায়ক রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেন,”দলে কাকে খেলানো হবে সেটা এখন বলা সম্ভব নয়। প্রথম একাদশ নির্বাচন করা হবে আমরা কোন পরিস্থিতিতে খেলছি, আমাদের প্রতিপক্ষ কোন দল সব দিক বিচার করে তারপর ঠিক করা হবে। যখন যাকে নিলে আমাদের বেশি সুবিধা হবে তাঁকেই কেলানো হবে। প্রয়োজন হলে দুজনকে একসঙ্গেও খেলিয়ে দিতে পারি। অসম্ভব বলে কিছুই নেই।”
advertisement
বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল , বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
আরও পড়ুনঃ Virat Kohli: ব্যাটার বিরাট কোহলি নয়, এবার ফিল্ডার হিসেবে গড়লেন অনন্য নজির
প্রসঙ্গত, দিন কয়েক আগে জানা গিয়েছিল বিসিসিআই সরকারি ঘোষণা না করলেও বিশ্বকাপের দল চূড়ান্ত হয়ে গিয়েছে। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর শ্রীলঙ্কায় উড়ে গিয়েছিলেন, সেখানে তিনি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করেছিলেন এবং শোনা গিয়েছিল সেখানেই নাকি দল বেছে নিয়েছিলেন তারা। এদিন শুধু আনুষ্ঠানিক ঘোষণা হল।