TRENDING:

ODI World Cup 2023: পাকিস্তানের 'সিংহাসন' কেড়ে নিল ভারত, বিশ্বকাপের আগে 'বিশ্বসেরা' টিম ইন্ডিয়া

Last Updated:

ODI World Cup 2023 Indian team become the number one ODI team in the ICC rankings surpassed pakistan: শুক্রবার মোহালিতে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ৫ উইকেটে ম্যাচ জিততেই এক নম্বর স্থান পুনরুদ্ধার করল মেন ইন ব্লুজ। পাকিস্তানকে সরিয়ে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোহালি: এশিয়া কাপ শুরুর আগে ও চলাকালীন বারবার পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে বলতে শোনা গিয়েছিল আমরা বিশ্বের এক নম্বর দল। কিন্তু এশিয়া কাপ থেকে খালি হাতে ফিরতেই ‘সিংহাসন’ টলমল হয়ে গিয়েছিল বাবর আজমদের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়াক পরপর ৩ ম্যাচে হার ও ভারতের বাংলাদেশের বিরুদ্ধে হারের ফলে কোনওরকম আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল পাক দল। তবে ভারতের তা দখল করা ছিল শুধু সময়ের অপেক্ষা। অবশেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে প্রথম ওডিআইতে হারাতেই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। শুধু তাই নয় , এর আগে টেস্ট ও টি-২০-তে আগেই এক নম্বরে ছিল ভারত। এদিন ওডিআইতে শীর্ষে পৌছে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এক নম্বর হয়ে নয়া নজির তৈরি করল টিম ইন্ডিয়া।
বিশ্বকাপের আগে 'বিশ্বসেরা' টিম ইন্ডিয়া
বিশ্বকাপের আগে 'বিশ্বসেরা' টিম ইন্ডিয়া
advertisement

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করার পরই পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ভারত। এশিয়া কাপের ফাইনালের পর ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর আজমরা। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ১১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ছিল অজিরা। ভারতের কাছে পরিষ্কার হিসেবে ছিল যে মোহালিতে জিততে পারলেই বিশ্বকাপে আগেই বিশ্বসেরা দল হয়ে যাবে টিম ইন্ডিয়া। শুক্রবার মোহালিতে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ৫ উইকেটে ম্যাচ জিততেই এক নম্বর স্থান পুনরুদ্ধার করল মেন ইন ব্লুজ।

advertisement

বর্তমানে আইসিসির পয়েন্ট টেবিলে ১১৬ পয়েন্ট নিয়ে এক নম্বর দল ভারত। ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ১১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও কোনও ম্যাচ নেই। ফলে খেলে বিশ্বকাপের আগে আর ভারতকে টপকাতে পারবেন না পাকিস্তান। একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হারলেই ফের একে উঠে আসবে বাবরা। কিন্তু ভারত যদি ৩-০ ব্যবধানে অজিদের হারাতে পারে তাহলে ব্যবধানে অনেকটাই পাকিস্তানকে পিছনে ফেলে দেবে।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কী? এক সুযোগে উচ্চারণ করতে পারলে আপনি জিনিয়াস

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এক ঝলকে দেখে নিন আইসিসি ওডিআই র‍্যাঙ্কিয়ে প্রথম ১০ দেশের তালিকা: ১) ভারত- ১১৫ পয়েন্ট, ২) , ৩) পাকিস্তান- ১১৬ পয়েন্ট, অস্ট্রেলিয়া- ১১১ পয়েন্ট, ৪) দক্ষিণ আফ্রিকা- ১০৬ পয়েন্ট, ৫) ইংল্যান্ড- ১০৫ পয়েন্ট, ৬) নিউজিল্যান্ড- ১০০ পয়েন্ট, ৭) বাংলাদেশ- ৯৪ পয়েন্ট, ৮) শ্রীলঙ্কা- ৯২ পয়েন্ট, ৯) আফগানিস্তান- ৮০ পয়েন্ট, ১০) ওয়েস্ট ইন্ডিজ- ৬৮ পয়েন্ট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ODI World Cup 2023: পাকিস্তানের 'সিংহাসন' কেড়ে নিল ভারত, বিশ্বকাপের আগে 'বিশ্বসেরা' টিম ইন্ডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল