এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করার পরই পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ভারত। এশিয়া কাপের ফাইনালের পর ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর আজমরা। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ১১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ছিল অজিরা। ভারতের কাছে পরিষ্কার হিসেবে ছিল যে মোহালিতে জিততে পারলেই বিশ্বকাপে আগেই বিশ্বসেরা দল হয়ে যাবে টিম ইন্ডিয়া। শুক্রবার মোহালিতে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ৫ উইকেটে ম্যাচ জিততেই এক নম্বর স্থান পুনরুদ্ধার করল মেন ইন ব্লুজ।
advertisement
বর্তমানে আইসিসির পয়েন্ট টেবিলে ১১৬ পয়েন্ট নিয়ে এক নম্বর দল ভারত। ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ১১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও কোনও ম্যাচ নেই। ফলে খেলে বিশ্বকাপের আগে আর ভারতকে টপকাতে পারবেন না পাকিস্তান। একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হারলেই ফের একে উঠে আসবে বাবরা। কিন্তু ভারত যদি ৩-০ ব্যবধানে অজিদের হারাতে পারে তাহলে ব্যবধানে অনেকটাই পাকিস্তানকে পিছনে ফেলে দেবে।
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কী? এক সুযোগে উচ্চারণ করতে পারলে আপনি জিনিয়াস
এক ঝলকে দেখে নিন আইসিসি ওডিআই র্যাঙ্কিয়ে প্রথম ১০ দেশের তালিকা: ১) ভারত- ১১৫ পয়েন্ট, ২) , ৩) পাকিস্তান- ১১৬ পয়েন্ট, অস্ট্রেলিয়া- ১১১ পয়েন্ট, ৪) দক্ষিণ আফ্রিকা- ১০৬ পয়েন্ট, ৫) ইংল্যান্ড- ১০৫ পয়েন্ট, ৬) নিউজিল্যান্ড- ১০০ পয়েন্ট, ৭) বাংলাদেশ- ৯৪ পয়েন্ট, ৮) শ্রীলঙ্কা- ৯২ পয়েন্ট, ৯) আফগানিস্তান- ৮০ পয়েন্ট, ১০) ওয়েস্ট ইন্ডিজ- ৬৮ পয়েন্ট।