বড় ম্যাচে টস ভাগ্য সাথ দিল না রোহিত শর্মার। ওয়াংখেড়েতে এমনিতেই যেই দল রান তাড়া করে একটু বেশি সুবিধা পেয়ে থাকে। সেই কারণেই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। তবে টস হেরে কোনও আফশোস নেই রোহিতের। কারণ ভারত অধিনায়ক জানান, তিনি প্রথমে ব্যাটিংই করতেন টস জিতলে। এদিনের ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি। গত ম্যাচের একাদশই খেলাচ্ছে ভারত।
advertisement
এক ঝলকে দেখে নিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধ শ্রীলঙ্কার প্রথম একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাউইকরামা, চারিথ আসালঙ্কা, দুশান হেমান্তা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মাহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুষমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।
প্রসঙ্গত, ওয়াংখেড়ে বৃহস্পতিবার নস্টালজিয়ার সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট প্রেমিরা। এই মাঠেই ১২ বছর আগে এমএস ধোনির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বিশ্বজয় করেছিল টিম ইন্ডিয়া। ২০১১-পর ২০২৩। ফের একবার বিশ্বকাপের মঞ্চে সেই একই মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। ২০১১-র দলের মাত্র ২ জন ক্রিকেটারই রয়েছে বর্তমান দলে। তারা হলেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। আরও একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যে ভারতীয় দল।