জানা গিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আহমেদাবাদে উপস্থিত থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সেন জাকা আশরফ। তিনি জানিয়েছেন, ১৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য আমি ভারতে আসছি। মাঠে বসে বাবর-শাহিনদের তাতাবেন বলেও জানিয়েছেন জাকা আশরফ। এছাড়া পাক দলে জন্য বার্তা দিয়ে বলেছেন,”এই টুর্নামেন্টে যেমন ভয়ডরহীন ক্রিকেট খেলছেন বাবর-রিজওয়ানরা, ভারতের বিরুদ্ধেও যেন সেটাই করে দেখান তাঁরা।”
advertisement
এমনিতেই পাকিস্তানের বিশ্বকাপ খেলতে আসার জন্য ভারতের ভিসা পাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। পাক দলের সমস্যা মিটে গেলেও পাকিস্তানের সাংবাদিকরা এখনও বিশ্বকাপ কভার করতে ভারতের আসার ভিসা পায়নি বলে অভিযোগ ছিল। এবার তাদের জন্যও সুখবর শুনিয়েছেন পিসিবি চেয়ারপার্সেন জাকা আশরফ। পাক সাংবাদিকদের ভিসা পাওয়াক প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং তারা ভারত-পাক ম্যাচ কভার করতে পারবেন বলে আশ্বাসও দিয়েছেন।
প্রসঙ্গত, ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে জিতে পারেনি পাকিস্তান। সাতবার একদিনের বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সাতবারই জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। এবার ভরতের লক্ষ্য ৮-০। তবে ভারত-পাক ম্যাচ দেখতে পিসিবি চেররপার্সেনের আসা উন্মাদনা ও উত্তেজনা আরও বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।