India vs Bangladesh(ভারত-বাংলাদেশ)| Ind Vs Ban ICC World Cup Live Score Updates
বিশ্বকাপে রোহিত শর্মা সেরা না বিরাট কোহলি সেরা ব্যাটার তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে দুই মহাতারকার ফ্যানেদের মধ্যে। বিশ্বকাপে শতরানের নিরিখে কোহলির থেকে রোহিত অনেকটা এগিয়ে থাকলেও বিশ্বকাপে মোট রানে কিন্তু এগিয়ে ছিলেন কোহলি। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে বিধবংসী শতরান ও পাকিস্তানের বিরুদ্ধে মারকাটারি ইনিংসের ফলে বিশ্বকাপে মোট রানের নিরিখেও বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা।
advertisement
বিশ্বকাপে সর্বোচ্চ রানের নিরিখে শীর্ষে রয়েছেন সচিন তেন্জডুলকর। মাস্টার ব্লাস্টারের মোট রান ৪৫টি ম্যাচে ২২৭৮। এই তালিকায় কোহলিকে পিছনে ফেলে সাত নম্বরে উঠে লেন বর্তমান ভারত অধিনায়ক। পাকিস্তান ম্যাচ শেষে বিশ্বকাপে বিরাট কোহলির মোট রান ২৯টি ম্যাচে ১১৮৬। সেখানে রোহিত বাবর-শাহিন বিরুদ্ধে ৬৩ বলে ৮৬ রানের ইনিংস খেলে কোহলিকে পিছনে ফেলে দিয়েছেন। রোহিত শর্মার মোট রান ২০টি ম্যাচ খেলে ১১৯৫। এই বিশ্বকাপে দুজনের হাতেই আরও একাধিক ম্যাচ রয়েছে। শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে সেটাই দেখার।
প্রসঙ্গত, ম্যাচে টসে দিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রান করে আউট হয়ে যায় পাকিস্তান। ভারতের ৫ বোলার ২টি করে উইকেট পায়। জবাবে ৩০.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। এছাড়া ৫৩ রান করেন শ্রেয়স আইয়ার।