কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সেমি ফাইনালে ভারতীয় দলের প্রতিপক্ষ হতে পারে কোন দেশ। ১৫ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল। লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে ভারতীয় দল চার নম্বর হিসেবে যেই দল সেমি ফাইনালে উঠবে তাদের বিরুদ্ধে খেলবে। নকআউট ম্যাচে ভারতের প্রতিপক্ষ দল কে হবে, তা এখনও ঠিক হয়নি। পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান রয়েছে এই দৌড়ে।
advertisement
ইতিমধ্যেই বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমিরা চাইছে সেমি ফাইনালে আরও একবার মুখোমুখি হোক দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ। ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে জমে উঠুক বিশ্বকাপের সেমিফাইনাল। তবে অপর এক অংশের ভারতীয় ফ্যানেরা মনে করছেন সেমি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে না খেলাই ভাল। এমন ভাবনার কারণও রয়েছে যথেষ্ট। যা জানলে যে কোনও ভারতীয় ক্রিকেট দলের ফ্যানের মনে আতঙ্কের সঞ্চার হতে পারে।
পরিসংখ্যান বলছে যে কোনও বহুদেশীয় প্রতিযোগিতার সেমি ফাইনাল বা ফাইনাল অর্থাৎ নকআউট স্টেজে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিসংখ্যান একেবারেই ভাল নয়। বহুদেশীয় প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনালে ভারতীয় দল এখনও পর্যন্ত ১২ বার একে অপরের মুখোমুখি হয়েছে। সেখানে পাকিস্তান ক্রিকেট দল জিতেছে ৮টি ম্যাচ। অন্যদিকে, টিম ইন্ডিয়া জিতেছে মাত্র ৪ টি ম্যাচ।
শেষবার ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেখান ১৮০ রানে লজ্জার হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। তবে আশার আলোও রয়েছে ভারতের। ২০১১ সালে শেষবার ভারতের মাটিতে বিশ্বকাপের সেমি ফাইনালে খেলেছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ জিতেছিল ভারত। আর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ছিল টিম ইন্ডিয়া।
তবে বর্তমানে বিশ্বকাপে যে ফর্মে রয়েছে রোহিত শর্মার দল তাতে প্রতিপক্ষ কোন দেশ হবে তা নিয়ে ভাবতে নারাজ। ১৫ তারিখ নিজেদের সেরা ক্রিকেট খেলে ফাইনালের টিকিট পাকা করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। তৃতীয়বার বিশ্বজয়ের লক্ষ্যে অবিচল রোহিত শর্মা-বিরাট কোহলিরা।