India vs Bangladesh(ভারত-বাংলাদেশ)| Ind Vs Ban ICC World Cup Live Score Updates
তবে ভারত-বাংলাদেশ ম্যাচে যে বিষয়টি একটু হলেও চিন্তায় রাখছে দুই দলকে তা হল পুণের আবহাওয়া। কারণ ম্যাচের আগের দিনও বৃষ্টি হয়েছে পুণেতে। দিন ভর আকাশে ছিল কালো মেঘের আনাগোনা। এমনকী বৃহস্পতিবারও পুণেতে বৃষ্টির পূর্বভাস রয়েছে। তবে তা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। ম্যাচ চলাকালীন বৃষ্টি আসলে পুরো একশো ওভার খেলা সম্ভব হবে কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।
advertisement
স্থানীয় হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১৯ অক্টোবর ভারত-বাংলাদেশ ম্যাচের দিন পুণেতে গরম থাকবে। হাল্কা বৃষ্টি হতে পারে। তবে তার সম্ভাবনা একেবারেই কম। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে। ২৩-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। অন্যদিকে ৫৪-৬৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বাতাসে আর্দ্রতা। ম্যাচ চলাকালীন ৬-১১ কিমি গতিবেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার মত কোনও পূর্বাভাস নেই হাওয়া অফিসের তরফে।
এক ঝলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর / রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ / মহম্মদ শামি।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেইন শান্টো, শাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তোহিদ হৃদয়, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।