এশিয়া কাপের পর ও বিশ্বকাপ খেলতে আসার আগে মাঝের কিছুটা সময় ছুটি উপভোগ করছিলেন বাবর আজম। নিজের সাধের অডি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন লং ড্রাইভে। লাহোরের রাস্তায় গাড়িতে বেপরোয়া গতি তোলার অভিযোগ ওঠে বাবর আজমের বিরুদ্ধে। নিয়ম ভাঙায় পাক অধিনায়কের গাড়ি থামায় পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েজ ও মোটরওয়ে পুলিশ। দেশের জাতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও বাবরকে রেয়াত করা হয়নি। নির্দিষ্ট আইন মেনে জরিমানা হয় বাবর আজমের।
advertisement
ট্রাফিক আইন ভাঙায় বাবর আজমকে যে ট্রাফি পুলিশ ধরেছিল সেই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিষয়টি নিয়ে নান মন্তব্যও করেছেন নেটিজেনরা। ছবিতে দেখা যায় বাবর আজমের পরনে ছিল একটি কালো হাফ প্যান্ট এবং একটি কালো স্লিভলেস টি-শার্ট। তাঁর পাশেই রয়েছেন একজন পাক ট্রাফিক পুলিশের কর্মী। লাহোরের লিবার্টি চকের কাছে ঘটনাটি। আইন ভাঙায় নির্দিষ্ট জরিমানা দিয়েই সেখান থেকে যেতে পারেন বাবর আজম।