TRENDING:

কোটলায় ৩২৪ তুলে ডিক্লেয়ার কিউদের !

Last Updated:

নিউজিল্যান্ড: ৩২৪/৭ ( ডিক্লেয়ার)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউজিল্যান্ড: ৩২৪/৭ ( ডিক্লেয়ার) 
advertisement

প্রথম দিনের খেলা শেষ স্কোর

#নয়াদিল্লি:  দিল্লির উইকেট আর টেস্ট সিরিজের উইকেট যে সম্পূর্ণ আলাদা হবে ৷সেটা ভালমতোই জানে ভিজিটার্স টিম ৷ কিন্তু সব জেনেও শুক্রবার কোটলার উইকেটে ভালমতোই ব্যাটিং প্র্যাকটিসটা সেরে রাখল নিউজিল্যান্ড ৷ফিরোজ শাহ কোটলায় ৩২৪ রান তোলার পর দলের ওপেনার টম ল্যাথামের হুঙ্কার- ‘‘ আমরা যে কোনও উইকেটেই খেলতে প্রস্তুত ৷’’

advertisement

এদিন টস জিতে মুম্বই অধিনায়ক আদিত্য তারে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠান ৷ কোটলার পিচ চিরাচরিত ঘূর্ণি পিচ না হয়ে এবার গ্রিন টপ ৷ তাই ব্যাট করতে কোনও অসুবিধা হয়নি কিউইদের ৷ ল্যাথাম ৫৫ রান করার পাশাপাশি রান পেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৫০), রস টেলর (৪১), মিচেল স্যান্টনার (৪৫) ৷

advertisement

গ্রিন টপ হলেও ভারত সফরে প্রথম দিন নিজেদের ব্যাটিংয়ে খুশি নিউজিল্যান্ড ৷ ল্যাথাম বলেন, ‘‘উইকেটে যা সময় কাটালাম, সেটা এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। প্রথম টেস্টে এর চেয়ে অনেক বেশি বল ঘুরবে। কিন্তু এখানে যা খেললাম, ভারতীয় স্পিনারদের বিরুদ্ধেও এ রকমই ব্যাটিং দেখবেন আমাদের কাছ থেকে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুম্বই বোলারদের মধ্যে ২১ রান দিয়ে দু’উইকেট নেন বলবিন্দর সাধুঁ ৷ বাকি একটি করে উইকেট পেয়েছেন ধাবোলকর, গোহিল ও লাড ৷ এদিন ৭৫ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ৷ দিনের শেষে মুম্বইয়ের সংগ্রহ এক উইকেট ৪৯ রান ৷ ১৩ ওভারই ব্যাট করার সুযোগ পেয়েছেন মুম্বই ব্যাটসম্যানরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কোটলায় ৩২৪ তুলে ডিক্লেয়ার কিউদের !