বক্তব্যের শুরুতেই নীতা আম্বানি জানান, '' আমি বুদ্ধ, টেগোর, মহাত্মা গান্ধি, মাদার টেরিজার দেশের। কোটি কোটি ভারতীর স্বপ্ন, আশা ও উচ্চাশার প্রতিনিধিত্ব করছি। বিশ্বের ১/৬ জনসংখ্যা ভারতে। ১২০ কোটি মানুষের মধ্যে ৬০ কোটি মানুষের বয়স ২৫-এর কম। যদি শুধুমাত্র ভারতের জনসম্প্রদায় মিলে একটি দেশ গড়ত, তাহলে তা বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হত। প্রতিটা ক্ষেত্রে ভারত আলোর গতিতে ছুটে চলেছে, যারমধ্যে বিশাল ক্ষেত্র জুড়ে রয়েছে ক্রীড়া।''
advertisement
অনুষ্ঠানে ভারতীয় স্পোর্টস-এর 'ফার্স্ট লেডি'-র আখ্যান দেওয়া হয় আম্বানিকে। তাঁর ভাষায়, '' এখানে আমার উপস্থিতি প্রতিটা ভারতীয় নারীর জন্য ম্মানের। আমার লক্ষ্য প্রতিটা ভারতীয় মহিলাকে সক্ষম ও ক্ষমতাশীল করে তোলা। নারীর 'ফেনোমেনন পাওয়ার'-এ আমি বিশ্বাসী। আমার বিশ্বাস, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মহিলারা শুধুমাত্র স্পোর্টস-এ তুখড় হতে পারেন তাই নয়, স্পোর্টস-এর প্রোমোশনেও তাঁরা এক্সপার্ট হতে পারেন।''
দেখুন ভিডিও--