TRENDING:

India vs New Zealand at Eden Gardens: রবিবার ইডেনে খেলা দেখতে যাচ্ছেন? নাইট কারফিউয়ের বিধিনিষেধে ছাড় দিল রাজ্য

Last Updated:

সরকারি নিয়ম অনুযায়ী করোনা অতিমারির জন্য রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউয়ের বিধিনিষেধ জারি থাকে (India vs New Zealand at Eden Gardens৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইডেনে ভারত নিউজিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচের জন্য (India vs New Zealand at Eden Gardens) নাইট কারফিউয়ের বিধিনিষেধ কিছুটা শিথিল করল রাজ্য সরকার (West Bengal Night Curfew)৷ এ দিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রবিবার রাত এগারোটার বদলে রাত ১টা থেকে নাইট কারফিউয়ের বিধিনিষেধ বলবৎ করা হবে৷
ইডেন গার্ডেন্সে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত৷
ইডেন গার্ডেন্সে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত৷
advertisement

সরকারি নিয়ম অনুযায়ী করোনা অতিমারির জন্য রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউয়ের বিধিনিষেধ জারি থাকে৷ জরুির প্রয়োজন ছাড়া ওই সময়ের মধ্যে বাইরে বেরনোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন৷

আরও পড়ুন: দেশের টাকা এবার থাকবে দেশেই! আইপিএল নিয়ে বড় ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

কিন্তু ইডেনে যে হেতু রবিবার খেলা শেষ হতে হতেই রাত এগারোটার কাছাকাছি বেজে যাবে, তাই ওই সময়ে বিধিনিষেধ জারি থাকলে খেলা দেখতে আসা সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়বেন৷ খেলা শেষ হওয়ার দর্শকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধে না হয়, সেই কারণেই বিধিনিষেধ আংশিক শিথিল করা হল৷ পাশপাশি খেলা শেষ হওয়ার পর খেলোয়াড়দের হোটেলে ফিরতেও বেশ কিছুটা সময় লাগবে৷

advertisement

প্রায় দু' বছর পর দর্শক ভর্তি ইডেনে ফের কোনও আন্তর্জাতিক ম্যাচের আয়োজন হতে চলেছে৷ রবিবারের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনাও তুঙ্গে৷ টিকিটের জন্য রীতিমতো হাহাকার শুরু হয়েছে৷ দর্শকদের কথা মাথায় রেখেই তাই রবিবারের জন্য নাইট কারফিউয়ের নিয়ম শিথিল করল রাজ্য সরকার৷

বাংলা খবর/ খবর/খেলা/
India vs New Zealand at Eden Gardens: রবিবার ইডেনে খেলা দেখতে যাচ্ছেন? নাইট কারফিউয়ের বিধিনিষেধে ছাড় দিল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল