TRENDING:

গ্রিন টপ কোটলাই কিউইদের এবারের প্রস্তুতি মঞ্চ

Last Updated:

আজ থেকেই ভারতের মাটিতে অভিযান শুরু নিউজিল্যান্ডের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ, শুক্রবার থেকেই ভারতের মাটিতে অভিযান শুরু নিউজিল্যান্ডের। কোটলায় মুম্বইয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। পেস নির্ভর কোটলায় তাঁরা কতটা স্পিনের প্রস্তুতি নিতে পারবেন, তা নিয়ে চিন্তায় কিউই ম্যানেজমেন্ট। ২২ তারিখ কানপুরে প্রথম টেস্ট। ইতিমধ্যেই ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, এই সিরিজ একতরফা হবে না। কারণ, ইংল্যান্ডের পর কিউইরা ভাল স্পিন খেলতে পারে। তবে মাঠে নামার আগে নিউজিল্যান্ড তারকা রস টেলরের দাবি , প্রথম টেস্টের আগে কোটলায় কিছুটা স্পিন খেলার সুযোগ পাবেন তাঁরা।
advertisement

অন্যদিকে ভারতের নির্বাসিত কুস্তিগির নরসিং যাদবের দাবি মেনে নিল কেন্দ্র। তাঁর ডোপ নেওয়ার ঘটনার তদন্ত করবে সিবিআই। ডোপ কাণ্ডের পর থেকে নরসিং ও তাঁর পরিবার দাবি করছিল ঘটনার তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যেই অলিম্পিকে যাওয়ার জন্য তাঁকে ছাড় দিয়েছিল নাডা। কিন্তু অলিম্পিকে নামার ৪৮ ঘণ্টা আগেই নরসিংকে আটকে দেয় ওয়াডা। তাঁর বিরুদ্ধে ফের ডোপ নেওয়ার অভিযোগ আনা হয়। যার জেরে ক্যাস ভারতের এই কুস্তিগিরকে চার বছরের জন্য নির্বাসিত করেছে। এদিন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সুপারিশে ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
গ্রিন টপ কোটলাই কিউইদের এবারের প্রস্তুতি মঞ্চ