TRENDING:

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, এবার পুলিস হেফাজতে সন্দীপ লামিছানে

Last Updated:

ধর্ষণের অভিযোগে নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছানেকে আগেই গ্রেফতার করেছে পুলিস। এবার তাকে পুলিস হেফাজতে পাঠাল আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল নেপালের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানেকে। ইতিমধ্য়েই নেপালের ক্রিকেট দলের অধিনায়ককে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছে সেদেশের ক্রিকেট বোর্ড। নিজেকে নির্দোষ বলেও দাবি করলেও এখনও তেমন কোনও প্রমাণ দিতে পারেননি লামিছানে। এবার আদালতের নির্দেশে পুলিস হেফাজত হল লেগ স্পিনারারে।
advertisement

ওয়েস্ট ইন্ডিজে ক্য়ারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্য়স্ত থাকার সময় সন্দীপ লামিথানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। নাবিলাকের পরিবারের অভিযোগ ছিল, নেপালের কাঠমাণ্ডুর কাছে একটি এলাকায় ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছেন সন্দীপ লামিছানে। নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপরই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় নেপালের জাতীয় দলের ক্রিকেটারকে।

advertisement

পুলিস সূত্রের খবর, ২২ অগস্ট নেপাল ক্রিকেট দলের কেনিয়া সফরের আগে লামিছানে ওই কিশোরীকে ভক্তপুরে ঘুরতে যাওয়ার অনুরোধ করেন। কিশোরী রাজি হন। রাতে ওই কিশোরী মধ্য বানেশ্বরে নিজের হোস্টেলে ফিরে যেতে চাইলেও লামিছানে বাধা দেন। হোস্টেল আটটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় হোটেলে লামিছানের সঙ্গে রাত কাটাতে বাধ্য হন ওই কিশোরী। প্রথমে তিনি আলাদা ঘরে থাকতে চান। সেটাও হতে দেননি লামিছানে। তার বদলে নিজের ঘরে ডেকে এনে ওই কিশোরীকে দু’বার ধর্ষণ করেন।

advertisement

লামিছানে তখন সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন,'আমি কোনও দোষ করিনি। নেপালের আইনের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আপাতত আমি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। আমার বিরুদ্ধে যেসব ভিত্তিহীন অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি দেশে ফিরে যাব। আশা করি সঠিকভাবে এই অভিযোগের তদন্ত করা হবে। কারোওর প্রতি বৈষম্যমূলক আচরণ যেন না হয়।'

advertisement

দেশে ফিরে সন্দীপ লামিছানে গ্রেফতার করে বিচার প্রক্রিয়া শুরু হয়। নেপালের জাতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ককে ৭ দিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। সোমবার কাঠমান্ডু জেলা আদালত এই নির্দেশ দিয়েছে। পুলিস হেফাজতের শেষে ফের তাকে আদালতে পেশ করা হবে। ঘটনার সত্য় উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিস।

বাংলা খবর/ খবর/খেলা/
কিশোরীকে ধর্ষণের অভিযোগ, এবার পুলিস হেফাজতে সন্দীপ লামিছানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল