ভারতীয় স্পোর্টস ফ্যানদের নজর শুক্রবার দুপুরে ছিল সেইদিকেই কারণ জ্যাভলিন থ্রো-তে ফের ভারতের প্রতিনিধিত্ব করতে নেমেছিলেন নীরজ চোপড়া৷ অলিম্পিক্সে সোনা জয়ী নীরজকে এবারও প্রচুর আশা-স্বপ্ন৷ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আগে ব্রোঞ্জ পেলেও সোনা আসেনি, এবার কী সেই অধরা স্বপ্নই পূরণ হবে৷ এদিন তিনি যোগ্যতা অর্জন পর্বে এই মরশুমে নিজের সেরা পারফরম্যান্স দিয়ে ৮৮.৭৭ মিটার দূরত্বে ছোঁড়েন জ্যাভলিন৷
advertisement
অলিম্পিক্সে সোনা জয়ীর ছোঁড়া নিয়ে উচ্ছ্বসিত বার্তা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের৷ নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তারা লিখেছেন ‘ পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া যেন মিসাইল ছুঁড়লেন৷ ’’
৩৭ জন জ্যাভলিন থ্রোয়ারের মধ্যে মাত্র ১২ জন মূলপর্বের টিকিট পাবেন৷ নীরজ চোপড়ার সাম্প্রতিক যা পারফরম্যান্স তাতে রবিবার আয়োজিত হতে চলা ইভেন্টের টিকিট তিনি সহজেই পেয়ে গেলেন এবং ওয়াকিবহাল মহলের কথাকেই সত্যি প্রতিপন্ন করলেন৷ এ ও বি পুলের মধ্যে নীরজ এ পুলে ছিলেন৷ ৮৩ মিটার জ্যাভলিন থ্রো করলেই সরাসরি সুযোগ পাওয়া যেত ফাইনাল লড়াইয়ের স্লটের,আর নীরজ ৮৮.৭৭ মিটার থ্রো করে কামাল করে দিলেন৷
নীরজ চোপড়া ছাড়াও আরও দুই ভারতীয় অ্যাথলিট মানু ডিপি, কিশোর জেনা এই ইভেন্টে অংশ নেবেন৷ মানু, নীরজের সঙ্গে এ গ্রুপে রয়েছেন ও জেনা রয়েছেন বি গ্রুপে৷
আরও পড়ুন – Astro Tips: শনি মহারাজকে প্রসন্ন করতে শনিবার করুন এই কটি কাজ, ছুঁতে পারবে না বিপদ
নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো ইভেন্টের খেলা ছিল আজ ২৫ অগাস্ট দুপুরে৷ ওর্য়াল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপের আসর কোথায় হবে? নীরজ চোপড়া অংশ নিচ্ছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো হবে হাঙ্গেরির বুদাপেস্টে৷
এর পর ফাইনালে নীরজ চোপড়ার এই ইভেন্টটির লাইভ স্ট্রিমিং কি সরাসরি দেখা যাবে?
হ্যাঁ নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রোয়ের ইভেন্টটি সরাসরি দেখা যাবে৷ এর লাইভ স্ট্রিমিং হবে৷
কোথায় এর লাইভ স্ট্রিমিং হবে?
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লাইভ স্ট্রিমিং হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে৷
অন লাইনে কি এটা ফ্রিতে দেখা যাবে৷
হ্যাঁ অনলাইনে এটি ফ্রি স্ট্রিমিং হবে৷ জিও সিনেমা অ্যাপ বা ওয়েবসাইট থেকে এই টুর্নামেন্ট লাইভ দেখা যাবে৷