TRENDING:

Neeraj Chopra in World Athletics Championship: ‘ঠিক যেন মিসাইল’ মরশুমের সেরা থ্রো করে ফাইনালে নীরজ

Last Updated:

Neeraj Chopra in World Athletics Championship: ৮৩ মিটার জ্যাভলিন থ্রো করলেই  সরাসরি সুযোগ  পাওয়া যেত ফাইনাল লড়াইয়ের স্লটের,আর নীরজ ৮৮.৭৭ মিটার থ্রো করে কামাল করে দিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বুদাপেস্ট: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসেছে হাঙ্গেরির বুদাপেস্টে৷ সেখানেই ফের জ্যাভলিন হাতে চমৎকার নীরজ চোপড়ার৷ মরশুমের সেরা দূরত্বে জ্যাভলিন থ্রো করে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপের ফাইনালের টিকিট পেয়ে গেলেন তরুণ তারকা অ্যাথলিট৷
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপের ফাইনালের টিকিট পেয়ে গেলেন তরুণ তারকা অ্যাথলিট
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপের ফাইনালের টিকিট পেয়ে গেলেন তরুণ তারকা অ্যাথলিট
advertisement

ভারতীয় স্পোর্টস ফ্যানদের নজর শুক্রবার দুপুরে ছিল  সেইদিকেই কারণ জ্যাভলিন থ্রো-তে ফের ভারতের প্রতিনিধিত্ব করতে নেমেছিলেন নীরজ চোপড়া৷ অলিম্পিক্সে সোনা জয়ী নীরজকে এবারও প্রচুর আশা-স্বপ্ন৷  ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আগে ব্রোঞ্জ পেলেও সোনা আসেনি, এবার কী সেই অধরা স্বপ্নই পূরণ হবে৷ এদিন তিনি যোগ্যতা অর্জন পর্বে এই মরশুমে নিজের সেরা পারফরম্যান্স দিয়ে ৮৮.৭৭ মিটার দূরত্বে ছোঁড়েন জ্যাভলিন৷

advertisement

অলিম্পিক্সে সোনা জয়ীর ছোঁড়া নিয়ে উচ্ছ্বসিত বার্তা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের৷ নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তারা লিখেছেন  ‘ পুরুষদের জ্যাভলিন থ্রোতে  নীরজ চোপড়া যেন মিসাইল  ছুঁড়লেন৷ ’’

৩৭ জন জ্যাভলিন থ্রোয়ারের মধ্যে মাত্র ১২ জন মূলপর্বের টিকিট পাবেন৷ নীরজ চোপড়ার সাম্প্রতিক যা পারফরম্যান্স তাতে রবিবার আয়োজিত হতে চলা ইভেন্টের টিকিট তিনি সহজেই পেয়ে গেলেন এবং ওয়াকিবহাল মহলের কথাকেই সত্যি প্রতিপন্ন করলেন৷  এ ও বি পুলের মধ্যে নীরজ এ পুলে ছিলেন৷  ৮৩ মিটার জ্যাভলিন থ্রো করলেই  সরাসরি সুযোগ  পাওয়া যেত ফাইনাল লড়াইয়ের স্লটের,আর নীরজ ৮৮.৭৭ মিটার থ্রো করে কামাল করে দিলেন৷

advertisement

নীরজ চোপড়া ছাড়াও আরও দুই ভারতীয় অ্যাথলিট মানু ডিপি, কিশোর জেনা এই ইভেন্টে অংশ নেবেন৷ মানু, নীরজের সঙ্গে এ গ্রুপে রয়েছেন ও জেনা রয়েছেন বি গ্রুপে৷

আরও পড়ুন –  Astro Tips: শনি মহারাজকে প্রসন্ন করতে শনিবার করুন এই কটি কাজ, ছুঁতে পারবে না বিপদ

advertisement

নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো ইভেন্টের খেলা ছিল আজ ২৫ অগাস্ট দুপুরে৷  ওর্য়াল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপের আসর কোথায় হবে? নীরজ চোপড়া অংশ নিচ্ছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো হবে হাঙ্গেরির বুদাপেস্টে৷

এর পর ফাইনালে নীরজ চোপড়ার এই ইভেন্টটির লাইভ স্ট্রিমিং কি সরাসরি দেখা যাবে?

হ্যাঁ নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রোয়ের ইভেন্টটি সরাসরি দেখা যাবে৷ এর লাইভ স্ট্রিমিং হবে৷

কোথায় এর লাইভ স্ট্রিমিং হবে?

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লাইভ স্ট্রিমিং হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে৷

অন লাইনে কি এটা ফ্রিতে দেখা যাবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

হ্যাঁ অনলাইনে এটি ফ্রি স্ট্রিমিং হবে৷ জিও সিনেমা অ্যাপ বা ওয়েবসাইট থেকে এই টুর্নামেন্ট লাইভ দেখা যাবে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Neeraj Chopra in World Athletics Championship: ‘ঠিক যেন মিসাইল’ মরশুমের সেরা থ্রো করে ফাইনালে নীরজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল