TRENDING:

Natasa Stankovic: ফের রহস্যময় পোস্ট হার্দিক পত্নী নাতাশার! বাড়িয়ে দিলেন বিচ্ছেদের জল্পনা

Last Updated:

Hardik Pandya-Natasa Stankovic Divorce Rumours: তবে এ-ও গুঞ্জন যে, ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের পথে এগিয়েছেন হার্দিক-নাতাশা। এদিকে এইসব জল্পনার মাঝেই ফের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নাতাশা স্টানকোভিচ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাস কয়েক ধরেই জল্পনা চলছে ভাঙতে চলেছে হার্দিক পাণ্ডিয়া এবং নাতাশা স্টানকোভিচের সংসার। কিন্তু সেই বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন তাঁরা। তবে এ-ও গুঞ্জন যে, ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের পথে এগিয়েছেন হার্দিক-নাতাশা। এদিকে এইসব জল্পনার মাঝেই ফের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তারকা ক্রিকেটারের স্ত্রী।
advertisement

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে,কোনও পানীয় খাচ্ছেন নাতাশা। সেই সঙ্গে তিনি বলেন যে, তাঁর মনে এলোমেলো চিন্তাভাবনা আসে। মডেল-অভিনেত্রীর কথায়, “মানুষ হিসেবে আমরা কত তাড়াতাড়ি মানুষের বিচার করি বা মানুষকে জাজ করে ফেলি। আমরা যখন কাউকে দেখি যে, তিনি নিজের চরিত্রের বাইরে গিয়ে অভিনয় করছেন, আমরা আমাদের গতি কমাই না, এমনকী আমরা পর্যবেক্ষণও করি না। আসলে আমাদের মধ্যে কোনও সহানুভূতিই নেই। আমরা সরাসরি কারও বিষয়ে রায় দিয়ে ফেলি।” নাতাশা আরও বলেন, “তাই, কারও বিষয়ে জাজমেন্টাল কম হওয়া উচিত। বরং পর্যবেক্ষণ করুন, নিজের মধ্যে সহানুভূতি রাখুন আর ধৈর্য ধরুন।”

advertisement

বহু দিন ধরেই হার্দিক-নাতাশার বিচ্ছেদের গুঞ্জন জোরালো হচ্ছে। টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জয়ের পরেও হার্দিককে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি নাতাশাকে। এমনকী হার্দিক ভারতে ফেরার পরেও অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে একাই গিয়েছিলেন। সঙ্গে ছিলেন না স্ত্রী। তবে গত সপ্তাহে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও স্টোরি পোস্ট করে বিচ্ছেদের গুঞ্জনে একপ্রকার সীলমোহরই দিয়েছেন নাতাশা। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, “আমি আপনাকে আরও একবার মনে করিয়ে দিতে চাই যে, ঈশ্বর লাল সাগরটাকে মুছে দেয়নি, বরং তা বিভক্ত করে দিয়েছে। এর অর্থ হল, ঈশ্বর আপনার জীবনের যে কোনও সমস্যার অবসান ঘটান না, তিনি শুধু এর মাধ্যমে একটি উপায় বার করে দেবেন।”

advertisement

আরও পড়ুন: Argentina: কোন দেশের বিরুদ্ধে কোনও দিন জেতেনি আর্জেন্টিনা? হেরেছে সব ম্যাচ! ব্যর্থ মারাদোনা থেকে মেসি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

x`প্রসঙ্গত নাতাশা এবং হার্দিকের দাম্পত্য জীবন ৪ বছরের। ২০২০ সালের ৩১ মে গাঁটছড়া বেঁধেছিলেন এই তারকা জুটি। এর আড়াই বছর পরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সামাজিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তবে সম্প্রতি নাতাশা নিজের নামের পাশ থেকে ‘পাণ্ডিয়া’ পদবী সরিয়ে দেওয়ার পর থেকেই বি-টাউন জুড়ে শুরু হয় জল্পনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Natasa Stankovic: ফের রহস্যময় পোস্ট হার্দিক পত্নী নাতাশার! বাড়িয়ে দিলেন বিচ্ছেদের জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল