ভিডিওটিতে দেখা যাচ্ছে যে,কোনও পানীয় খাচ্ছেন নাতাশা। সেই সঙ্গে তিনি বলেন যে, তাঁর মনে এলোমেলো চিন্তাভাবনা আসে। মডেল-অভিনেত্রীর কথায়, “মানুষ হিসেবে আমরা কত তাড়াতাড়ি মানুষের বিচার করি বা মানুষকে জাজ করে ফেলি। আমরা যখন কাউকে দেখি যে, তিনি নিজের চরিত্রের বাইরে গিয়ে অভিনয় করছেন, আমরা আমাদের গতি কমাই না, এমনকী আমরা পর্যবেক্ষণও করি না। আসলে আমাদের মধ্যে কোনও সহানুভূতিই নেই। আমরা সরাসরি কারও বিষয়ে রায় দিয়ে ফেলি।” নাতাশা আরও বলেন, “তাই, কারও বিষয়ে জাজমেন্টাল কম হওয়া উচিত। বরং পর্যবেক্ষণ করুন, নিজের মধ্যে সহানুভূতি রাখুন আর ধৈর্য ধরুন।”
advertisement
বহু দিন ধরেই হার্দিক-নাতাশার বিচ্ছেদের গুঞ্জন জোরালো হচ্ছে। টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জয়ের পরেও হার্দিককে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি নাতাশাকে। এমনকী হার্দিক ভারতে ফেরার পরেও অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে একাই গিয়েছিলেন। সঙ্গে ছিলেন না স্ত্রী। তবে গত সপ্তাহে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও স্টোরি পোস্ট করে বিচ্ছেদের গুঞ্জনে একপ্রকার সীলমোহরই দিয়েছেন নাতাশা। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, “আমি আপনাকে আরও একবার মনে করিয়ে দিতে চাই যে, ঈশ্বর লাল সাগরটাকে মুছে দেয়নি, বরং তা বিভক্ত করে দিয়েছে। এর অর্থ হল, ঈশ্বর আপনার জীবনের যে কোনও সমস্যার অবসান ঘটান না, তিনি শুধু এর মাধ্যমে একটি উপায় বার করে দেবেন।”
x`প্রসঙ্গত নাতাশা এবং হার্দিকের দাম্পত্য জীবন ৪ বছরের। ২০২০ সালের ৩১ মে গাঁটছড়া বেঁধেছিলেন এই তারকা জুটি। এর আড়াই বছর পরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সামাজিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তবে সম্প্রতি নাতাশা নিজের নামের পাশ থেকে ‘পাণ্ডিয়া’ পদবী সরিয়ে দেওয়ার পর থেকেই বি-টাউন জুড়ে শুরু হয় জল্পনা।