টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান। অ্যাডিলেড ব্যাটসম্যানদের পক্ষে বরাবর ভাল। তাই বাংলাদেশের লক্ষ্য ছিল প্রথমে ব্যাট করে বড় রান তুলে পাকিস্তানকে চাপে ফেলে দেওয়া। ওপেন করতে নেমে শাহিন আফ্রিদির বলে দুর্দান্ত ছয় মেরেছিলেন লিটন। কিন্তু কাট করতে গিয়ে পয়েন্টে আউট হলেন (১০)।
এরপর শান্ত এবং সৌম্য সরকার মিলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন বাংলাদেশের ইনিংস। ১০ ওভার শেষে টাইগারদের রান ছিল ৭০/১। খেলা শুরু হতেই আউট সৌম্য। ব্যক্তিগত ২০ রান করে ফিরে গেলেন। চার নম্বরে এলেন সাকিব। প্রথম বলেই এল বি ডব্লিউ বাংলাদেশ অধিনায়ক। খাতা না খুলেই ফিরে গেলেন।
advertisement
দুটো উইকেট নিয়ে ধাক্কা দিলেন শাদাব। শান্ত নিজের অর্ধ শতরান পূর্ণ করলেন। ইফটিকাতের বলে ৫৪ করে বোল্ড হলেন। মোসাদ্দেক হোসেন ব্যর্থ। আফ্রিদির বলে বোল্ড হলেন ৫ করে। উইকেট রক্ষক নুরুল হাসান ফিরে গেলেন খাতা না খুলে। শেষ পাঁচটা ওভার রান বাড়ানোর ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ হল বাংলাদেশ।
যেভাবে সাহস দেখানোর প্রয়োজন ছিল সেটা দেখাতে পারল না টাইগার বাহিনী। একের পর এক উইকেট উপহার দিল পাকিস্তানকে। প্রথম দিকে হাতে উইকেট রাখার সুবিধা শেষ দিকে কাজে লাগাতে পারল না বাংলাদেশ। এই ম্যাচ পাকিস্তানের। বিরাট অঘটন কিছু না ঘটলে আজকেই শেষ বাংলাদেশের বিশ্বকাপ।