ভাবছেন ভুভুজেলার কান ফাটা আওয়াজকে হারাবে চামচ ! হ্যাঁ, একেবারে ঠিকই ভেবেছেন, দক্ষিণ অফ্রিকার ভুভুজেলাকে চ্যালেঞ্জ ছুঁড়ে রাশিয়ার মানুষ হাতে তুলে নেবেন চামচ ! গোটা দেশ, গোটা স্টেডিয়াম জুড়ে ম্যাচে বেজে উঠবে কখনও রুপোলি, কখনও সোনালি, কখনও আবার রঙিন হরেক রকম চামচ ৷
তবে এই চামচ এমনি সেমনি নয়, রাশিয়ার মানুষেরা এর নাম দিয়েছেন ‘স্পুনস অফ ভিক্ট্রি’ ৷ মূলত মোটা প্লাস্টিক দিয়েই তৈরি এই চামচ ৷ তবে কাঠের, পিতলের, তামার, স্টিলের, এমনকী, রুপোর চামচও ব্যবহার হবে এই স্পুনস অফ ভিক্ট্রিতে৷ এমন চামচ, যা কিনা আওয়াজ তৈরি করবে ৷ তাকেই বেছে নেওয়া হবে জয়ের চামচ হিসেবে ৷
advertisement
রাশিয়ার এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে ‘স্পুনস অফ ভিক্ট্রি’-র ডিজাইনার রুস্তম নুগমানভ জানিয়েছেন, ‘এই চামচের থেকে তৈরি হওয়া সঙ্গীত, রাশিয়ায় খুব পুরনো ৷ বলা ভালো রাশিয়ার ঐতিহ্যকে তুলে ধরবে এই চামচের আওয়াজ৷’ রাশিয়ার এই সঙ্গীত বলা লোজখাস ! যা কিনা রাশিয়ার লোকসঙ্গীতের অঙ্গ !
তা কীভাবে বাজবে এই চামচ? চামচ বাজানোর দু’টি নিয়ম ৷ প্রথমটা হল, একহাতে নিতে হবে দুটো চামচ৷ দুটি চামচ স্পর্শ করবে, দু’জনের পিছনের অংশ ৷ এভাবেই অন্য হাতের চেটোয় আঘাত করে বাজাতে হবে৷ অন্য আরেকটি নিয়মের ক্ষেত্রে ব্যবহৃত হবে তিনটি চামচ, দুটো চামচ দিয়ে আরেকটি চামচকে আঘাত করলেই বাজবে তিনটে চামচ ! ভুভুজেলাকে টেক্কা দিতে এবার চামচেই ভরসা করছে গোটা রাশিয়া ও ফুটবলপ্রেমী মানুষ ৷