TRENDING:

ভুভুজেলা আউট, রাশিয়া বিশ্বকাপে বাজবে ‘চামচ’ !

Last Updated:

২০১০ বিশ্বকাপ মনে আছে ? কেপটাউন জুড়ে বেজে উঠেছিল ভুভুজেলা ৷ মোটা আওয়াজে ভো ভো শব্দে গর্জে উঠেছিল সাউথ আফ্রিকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো: ২০১০ বিশ্বকাপ মনে আছে ? কেপটাউন জুড়ে বেজে উঠেছিল ভুভুজেলা ৷ মোটা আওয়াজে ভো ভো শব্দে গর্জে উঠেছিল সাউথ আফ্রিকা ৷ সেই ভুভুজেলার কান ফাটা আওয়াজে সে সময় মত্ত হয়েছিল গোটা দুনিয়া ৷ তবে এবার ভুভুজেলার আওয়াজকে টেক্কা দিতে একেবারে তৈরি রাশিয়া ! আর এ ব্যাপারে রাশিয়ার হাতিয়া চামচ জোড়া !
advertisement

ভাবছেন ভুভুজেলার কান ফাটা আওয়াজকে হারাবে চামচ ! হ্যাঁ, একেবারে ঠিকই ভেবেছেন, দক্ষিণ অফ্রিকার ভুভুজেলাকে চ্যালেঞ্জ ছুঁড়ে রাশিয়ার মানুষ হাতে তুলে নেবেন চামচ ! গোটা দেশ, গোটা স্টেডিয়াম জুড়ে ম্যাচে বেজে উঠবে কখনও রুপোলি, কখনও সোনালি, কখনও আবার রঙিন হরেক রকম চামচ ৷

তবে এই চামচ এমনি সেমনি নয়, রাশিয়ার মানুষেরা এর নাম দিয়েছেন ‘স্পুনস অফ ভিক্ট্রি’ ৷ মূলত মোটা প্লাস্টিক দিয়েই তৈরি এই চামচ ৷ তবে কাঠের, পিতলের, তামার, স্টিলের, এমনকী, রুপোর চামচও ব্যবহার হবে এই স্পুনস অফ ভিক্ট্রিতে৷ এমন চামচ, যা কিনা আওয়াজ তৈরি করবে ৷ তাকেই বেছে নেওয়া হবে জয়ের চামচ হিসেবে ৷

advertisement

রাশিয়ার এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে ‘স্পুনস অফ ভিক্ট্রি’-র ডিজাইনার রুস্তম নুগমানভ জানিয়েছেন, ‘এই চামচের থেকে তৈরি হওয়া সঙ্গীত, রাশিয়ায় খুব পুরনো ৷ বলা ভালো রাশিয়ার ঐতিহ্যকে তুলে ধরবে এই চামচের আওয়াজ৷’ রাশিয়ার এই সঙ্গীত বলা লোজখাস ! যা কিনা রাশিয়ার লোকসঙ্গীতের অঙ্গ !

তা কীভাবে বাজবে এই চামচ? চামচ বাজানোর দু’টি নিয়ম ৷ প্রথমটা হল, একহাতে নিতে হবে দুটো চামচ৷ দুটি চামচ স্পর্শ করবে, দু’জনের পিছনের অংশ ৷ এভাবেই অন্য হাতের চেটোয় আঘাত করে বাজাতে হবে৷ অন্য আরেকটি নিয়মের ক্ষেত্রে ব্যবহৃত হবে তিনটি চামচ, দুটো চামচ দিয়ে আরেকটি চামচকে আঘাত করলেই বাজবে তিনটে চামচ ! ভুভুজেলাকে টেক্কা দিতে এবার চামচেই ভরসা করছে গোটা রাশিয়া ও ফুটবলপ্রেমী মানুষ ৷

advertisement

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

জিতবে রাশিয়াই, বলছে বিড়ালের ‘ভবিষ্যৎবাণী’

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ভুভুজেলা আউট, রাশিয়া বিশ্বকাপে বাজবে ‘চামচ’ !