এমএলসি ২০২৫-এর ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক। ওপেনার কুইন্টন ডি কক ঝড়ো ৭৭ রান করে দলের স্কোরবোর্ডে ১৮০ রানে পৌছে দেন। যদিও তার বাইরে অন্য কোনো ব্যাটার ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ৫ রানে হেরে যায়। রাচিন রবীন্দ্র ৭০ ও গ্লেন ফিলিপস ৪৮ রান করলেও দলকে জেতাতে পারেননি।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জয় দিয়ে। এরপর দলটি ৫ বার আইপিএল, ২ বার করে CLT20, WPL ও MLC এবং একবার করে ILT20 ও SA20 শিরোপা জিতেছে। এমন ধারাবাহিক সাফল্য অন্য কোনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি দেখাতে পারেনি। দ্বিতীয় কোনো দল এখনও পর্যন্ত দুই অঙ্কের শিরোপাও ছুঁতে পারেনি।
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: ইংল্যান্ডে ফের কামাল দেখালেন বৈভব! সূর্যবংশীদের ৫৪০ রানের রেকর্ড ইনিংস!
বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগগুলোতে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্য প্রমাণ করে যে দলটি শুধু খেলোয়াড়ে নয়, কৌশল, পরিকল্পনা ও ব্যবস্থাপনাতেও এগিয়ে। মহিলা ক্রিকেটেও তারা শীর্ষে রয়েছে WPL জয়ের মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সফল মডেল হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি এখন আন্তর্জাতিক ক্রিকেটেরও অনুপ্রেরণা।