৩১ বছর বয়সী এই পেসার আহমেদাবাদের বাসিন্দা ২০১৩ সালে মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল অভিষেক করেছিলেন। তিনি এখন পর্যন্ত ১৪২টি আইপিএল ম্যাচে ১৮১টি উইকেট নিয়েছেন। চলতি আইপিএল মরশুমে বুমরাহ এখন পর্যন্ত ৯টি ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের ১৩তম লিগ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বুধবার (২১ মে)ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুমরাহ ৩.২ ওভারে মাত্র ১২ রানে ৩টি উইকেট নেন। তার এই দুর্দান্ত পারফরম্যান্স মুম্বই ইন্ডিয়ান্সকে প্লে-অফের টিকিট পাকা করে দেয়। একইসঙ্গে বুমরাহ নয়টি ভিন্ন মরসুমে অন্তত ১৫টি উইকেট নেয়ার নজির স্থাপন করেন।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: ইংল্যান্ড সফরের ভারতীয় দলে বড় চমক! কে থাকছে আর কে বাদ? জেনে নিন বিস্তারিত
চলতি মরশুমে বুমরাহ চোটের কারণে প্রথম চারটি ম্যাচ মিস করেছিলেন। কিন্তু ৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফেরার পর থেকে তিনি অসাধারণ পারফরম্যান্স করছেন। একই রেকর্ডে যুজবেন্দ্র চাহাল ও লাসিথ মালিঙ্গার নাম রয়েছে, যারা আটটি মরসুমে অন্তত ১৫টি উইকেট নিয়েছেন। বুমরাহ তাদের ছাপিয়ে গেছেন।