চিপকের স্লো পিচে মুম্বইয়ের বোলিংয়ের কাছে কার্যত ধসে গেল চেন্নাইয়ের তাবড় ব্যাটিং লাইন-আপ৷ লাসিথ মালিঙ্গার দুর্দান্ত ৪ উইকেটের স্পেল ও বুমরা, রাহুল চাহার, ক্রুণাল পান্ডিয়া, যশপ্রীত বুমরাহর বোলিংয়ের কাছে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই৷
প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৫ রান করে মুম্বই ইন্ডিয়ান্স৷ জবাবে ব্যাট করতে নেমে ৪৭ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চেন্নাই৷ দু-বার সুযোগ পেয়েছিলেন। তৃতীয়বার ডিআরএস নিয়েও বাঁচতে পারলেন মুরলী বিজয়। বুমরার বলে পয়েন্টে ক্যাচ তুললেন বিজয়৷ প্রথমে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন বিজয়। রিভিউতে দেখা যায় বল মাটি স্পর্শ করেনি, বরং সরাসরি হাতেই পৌঁছয়। ৩৫ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরে বিজয়। ১২ ওভার শেষে মুম্বই ৬৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর ধসতে শুরু করে চেন্নাইয়ের ব্যাটিং লাইন৷
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারলেও টেবিলে এক নম্বরেই রয়েছে চেন্নাই৷ আজকের ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই৷ ১১ ম্যাচে ১৪ পয়েন্ট৷ তৃতীয় স্থানে নেমে গেল দিল্লি৷