TRENDING:

IPL 2019: মুম্বই বোলারদের দাপটে ১০৯ রানে শেষ ধোনি-হীন চেন্নাই, জিতে দু’নম্বরে রোহিতরা

Last Updated:

চিপকের স্লো পিচে মুম্বইয়ের বোলিংয়ের কাছে কার্যত ধসে গেল চেন্নাইয়ের তাবড় ব্যাটিং লাইন-আপ৷ লাসিথ মালিঙ্গার দুর্দান্ত ৪ উইকেটের স্পেল ও বুমরা, রাহুল চাহার, ক্রুণাল পান্ডিয়া, যশপ্রীত বুমরাহর বোলিংয়ের কাছে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: জ্বর ভুগছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ মাঠে নেই৷ প্লে অফে যাওয়া কার্যত নিশ্চিত৷ কিন্তু সুরেশ রায়নার নেতৃত্বে ঘরের মাঠে শুক্রবারের ম্যাচটি ছিল চেন্নাই সুপারকিংসের কাছে সম্মানের লড়াই৷ যার শেষ রক্ষা হল না৷ মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের দাপটে চিপকে হারল চেন্নাই৷ মুম্বইয়ের করা ১৫৬ রানের সহজ লক্ষ্যও ছুঁতে পারল না রায়নার দল৷ ১০৯ রানেই গুটিয়ে গেল চেন্নাই৷ যার নির্যাস, ৪৬ রানে হার চেন্নাইয়ের৷ ঘরের মাঠে এটাই চেন্নাইয়ের সবচেয়ে কম স্কোর৷
advertisement

চিপকের স্লো পিচে মুম্বইয়ের বোলিংয়ের কাছে কার্যত ধসে গেল চেন্নাইয়ের তাবড় ব্যাটিং লাইন-আপ৷ লাসিথ মালিঙ্গার দুর্দান্ত ৪ উইকেটের স্পেল ও বুমরা, রাহুল চাহার, ক্রুণাল পান্ডিয়া, যশপ্রীত বুমরাহর বোলিংয়ের কাছে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই৷

প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৫ রান করে মুম্বই ইন্ডিয়ান্স৷ জবাবে ব্যাট করতে নেমে ৪৭ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চেন্নাই৷ দু-বার সুযোগ পেয়েছিলেন। তৃতীয়বার ডিআরএস নিয়েও বাঁচতে পারলেন মুরলী বিজয়। বুমরার বলে পয়েন্টে ক্যাচ তুললেন বিজয়৷ প্রথমে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন বিজয়। রিভিউতে দেখা যায় বল মাটি স্পর্শ করেনি, বরং সরাসরি হাতেই পৌঁছয়। ৩৫ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরে বিজয়। ১২ ওভার শেষে মুম্বই ৬৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর ধসতে শুরু করে চেন্নাইয়ের ব্যাটিং লাইন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারলেও টেবিলে এক নম্বরেই রয়েছে চেন্নাই৷ আজকের ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই৷ ১১ ম্যাচে ১৪ পয়েন্ট৷ তৃতীয় স্থানে নেমে গেল দিল্লি৷

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2019: মুম্বই বোলারদের দাপটে ১০৯ রানে শেষ ধোনি-হীন চেন্নাই, জিতে দু’নম্বরে রোহিতরা