চেন্নাইয়ের বোলিংয়ে অভিজ্ঞতার অভাব কিছুটা হলেও চাপে রাখছে ধোনিকে। রাজবর্ধন হাঙ্গারগেকর, তুষার দেশপাণ্ডেরা প্রচুর ওয়াইড, নো-বল করেছিলেন আগের ম্যাচে। দীপক চাহারকেও ছন্দে দেখা যায়নি। বিরক্ত এমএসডি নেতৃত্ব ছাড়ার হুমকি দিয়েছিলেন তার পর।চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের রেকর্ড বেশ উজ্জ্বল। মোট ৩৪ বারের সাক্ষাতে ২০বারই জিতেছে ইন্ডিয়ান্সরা।
তবে এটা এমন একটা ম্যাচ যেখানে রেকর্ড শুধু কথা বলে না। মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়াডু, জাদেজা, ধোনিও রয়েছেন সিএসকের ব্যাটিং লাইন আপে। কাগজে-কলমে চেন্নাইয়ের ব্যাটিংকে অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছে। তবে রোহিত খেলে দিলে পাল্টে যেতেই পারে সমীকরণ। মুম্বই জানে নিজেদের ঘরের মাঠে যদি তারা এই ম্যাচে জিততে না পারে তাহলে চলছি টুর্নামেন্টে নিজেদের ওপর আরও চাপ নিয়ে ফেলবে তারা।
তাই রোহিত শর্মা এবং বাকিরা আজ নিজেদের হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন চেন্নাইকে হারিয়ে। তবে একটা জমজমাট ক্রিকেট ম্যাচ যে অপেক্ষা করে আছে সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে না। যে দল চাপ সামলাতে পারবে তারাই শেষ পর্যন্ত বাজিমাত করবে। ধোনি বনাম রোহিত শর্মার মস্তিষ্কের লড়াই এই ম্যাচের প্রধান আকর্ষণ হতে চলেছে। খেলছেন না আর্চর ।