২০২৩ সালের মত লিগ টেবিলের পরিস্থিতি শেষ কবে আইপিএলে হয়েছিল মনা করা কঠিন। কারণ শেষ ম্যাচ যদি সিএসকে হেরে যায় তাহলে রান রেট নয়, এমনিতে পয়েন্টের বিচারেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে পারে চেন্নাই। এবার আইপিএলে দুরন্ত পারফর্ম করেছে সিএসকেষ দীর্ঘ সময় এক নম্বর জায়গাতেও ছিল ধোনির দল। বর্তমানে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চারবারের আইপিএল জয়ীরা। কীভাবে সেই দল ছিটকে যেতে পারে সেটাই ভাবছেন অনেকে। কিন্তু অঙ্কের হিসেবে বলছে সেটা হওয়াটা খুব একটা কঠিন নয়, যদি শেষ ম্যাচ সিএসকে হেরে যায়।
advertisement
চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে। সেই ম্যাচ হেরে গেলে ১৫ পয়েন্টেই থেকে যাবে সিএসকে। লখনউয়ের শেষ ম্যাচ কেকেআরের বিরুদ্ধে জিতলে পৌছে যাবে ১৭ পয়েন্টে। সেক্ষেত্রে তৃতীয় স্থানে নেমে এল চেন্নাই। তবে এখনও আইপিএলে তিনটি দল রয়েছে যারা ১৬ পয়েন্টে পৌছতে পারে। মুম্বইয়ের পয়েন্ট ১৪। বাকি একটি ম্যাচ। শেষ ম্যাচে রোহিতদের প্রতিপক্ষ হায়দরাবাদ। জিততে পারলে ১৬ পয়েন্ট পৌছে যাবে ৫ বারের আইপিএল জয়ীরা।
এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পঞ্জাব কিংসের দুটি করে খেলা বাকি। দুজনেরই পয়েন্ট ১২। আরসিবির শেষ দুটি ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। অপরদিকে, পঞ্জাব কিংসের শেষ দুটি ম্যাচ রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ফলে দুটি দলই শেষ করতে পারে ১৬-তে। সেক্ষেত্রে সিএসকে এমনিতেই শেষ ম্যাচ না জিতলে ১৫ পয়েন্ট নিয়ে বিদায় নেবে। এমনকী মুম্বই, আরসিবি ও পঞ্জাবের মধ্যে রানরেটের বিচারে প্লে অফে পৌছবে দুটি দল। ফলে শেষ ম্যাচ ধোনিরা জয় না পেলে চাপ অনেকটাউ বেড়ে যাবে।
