TRENDING:

IPL 2023 playoffs: গ্রুপ থেকেই ছিটকে যাবে সিএসকে! ট্রফি উঠবে না ধোনির হাতে! আশঙ্কায় চেন্নাই ফ্যানেরা

Last Updated:

IPL 2023 playoffs: গুজরাতকে বাদ দিয়ে বাকি কোনও ৩ দল প্লে অফে যাবে তা এখনও নিশ্চিৎ নয়। আর সবথেকে বড় বিষয় ঘরের মাঠে কেকেআরের কাছে হেরে নিজেদের প্লে অফে ওঠাটাও অনিশ্চিৎ করে ফেলেছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শেষ ল্যাপে চলে এসেছে আইপিএলের লিগ পর্বের খেলা। এক ম্যাচ বাকি থাকতেই প্লে অফের টিকিট পাকা করার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিৎ করে ফেলেছে গুজরাত টাইটান্স। ফলে টানা দুবার ফাইনাল খেলার জন্য দুটি সুযোগ পেতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গুজরাতকে বাদ দিয়ে বাকি কোন ৩ দল প্লে অফে যাবে তা এখনও নিশ্চিৎ নয়। আর সবথেকে বড় বিষয় ঘরের মাঠে কেকেআরের কাছে হেরে নিজেদের প্লে অফে ওঠাটাও অনিশ্চিৎ করে ফেলেছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।
advertisement

২০২৩ সালের মত লিগ টেবিলের পরিস্থিতি শেষ কবে আইপিএলে হয়েছিল মনা করা কঠিন। কারণ শেষ ম্যাচ যদি সিএসকে হেরে যায় তাহলে রান রেট নয়, এমনিতে পয়েন্টের বিচারেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে পারে চেন্নাই। এবার আইপিএলে দুরন্ত পারফর্ম করেছে সিএসকেষ দীর্ঘ সময় এক নম্বর জায়গাতেও ছিল ধোনির দল। বর্তমানে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চারবারের আইপিএল জয়ীরা। কীভাবে সেই দল ছিটকে যেতে পারে সেটাই ভাবছেন অনেকে। কিন্তু অঙ্কের হিসেবে বলছে সেটা হওয়াটা খুব একটা কঠিন নয়, যদি শেষ ম্যাচ সিএসকে হেরে যায়।

advertisement

চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে। সেই ম্যাচ হেরে গেলে ১৫ পয়েন্টেই থেকে যাবে সিএসকে। লখনউয়ের শেষ ম্যাচ কেকেআরের বিরুদ্ধে জিতলে পৌছে যাবে ১৭ পয়েন্টে। সেক্ষেত্রে তৃতীয় স্থানে নেমে এল চেন্নাই। তবে এখনও আইপিএলে তিনটি দল রয়েছে যারা ১৬ পয়েন্টে পৌছতে পারে। মুম্বইয়ের পয়েন্ট ১৪। বাকি একটি ম্যাচ। শেষ ম্যাচে রোহিতদের প্রতিপক্ষ হায়দরাবাদ। জিততে পারলে ১৬ পয়েন্ট পৌছে যাবে ৫ বারের আইপিএল জয়ীরা।

advertisement

আরও পড়ুনঃ How KKR qualify for IPL 2023 Playoffs: শেষ ম্যাচে লখনউকে হারালে প্লে অফে যাবে কেকেআর! জানুন কীভাবে স্বপ্নপূরণ হতে পারে নাইটদের

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পঞ্জাব কিংসের দুটি করে খেলা বাকি। দুজনেরই পয়েন্ট ১২। আরসিবির শেষ দুটি ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। অপরদিকে, পঞ্জাব কিংসের শেষ দুটি ম্যাচ রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ফলে দুটি দলই শেষ করতে পারে ১৬-তে। সেক্ষেত্রে সিএসকে এমনিতেই শেষ ম্যাচ না জিতলে ১৫ পয়েন্ট নিয়ে বিদায় নেবে। এমনকী মুম্বই, আরসিবি ও পঞ্জাবের মধ্যে রানরেটের বিচারে প্লে অফে পৌছবে দুটি দল। ফলে শেষ ম্যাচ ধোনিরা জয় না পেলে চাপ অনেকটাউ বেড়ে যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023 playoffs: গ্রুপ থেকেই ছিটকে যাবে সিএসকে! ট্রফি উঠবে না ধোনির হাতে! আশঙ্কায় চেন্নাই ফ্যানেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল