TRENDING:

অরিজিৎ সিংয়ের গানে দুলছে ধোনির শরীর! এই ভিডিও না দেখলে বিরাট মিস

Last Updated:

Ms Dhoni In Ipl 2023: অরিজিৎ সিংয়ের গান শুনে চুপচাপ বসে থাকতে পারলেন না ধোনি! এই ভিডিও না দেখলেই নয়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: রঙিন উদযাপনের মধ্যে শুরু হয়েছে আইপিএল ২০২৩। প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস এর ম্যাচ হল। এরই মধ্যে এমন একটি ছবি সামনে এসেছে, যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন।
advertisement

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অসাধারণ পারফরম্যান্স করেছেন গায়ক অরিজিৎ সিং। এমনকী ধোনিও তাঁর গান শুনে শরীর না দুলিয়ে থাকতে পারেননি।

আরও পড়ুন- বরুণের কৃপণ বোলিং সত্ত্বেও বড় রান পঞ্জাব কিংসের, প্রবল চাপে কেকেআর

অরিজিতের গানটি শোনার সময় ধোনির শরীর দোলানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি এখানেই শেষ হয়নি। এর পর ধোনি মঞ্চে পৌঁছলে অরিজিৎ সিং তাঁর পা ছুঁয়ে শ্রদ্ধা জানিয়ে সবাইকে অবাক করে দেন।

advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে 'ও দেবা ও দেবা' গানটি গেয়েছেন অরিজিৎ সিং। মাঠের মাঝখানে একটি কার্টে দাঁড়িয়ে অরিজিত যখন আবেগের সঙ্গে ওই গানটি গাইছিলেন, তখন ধোনি চেন্নাই সুপার কিংসের পোশাক পরে টিম ডাগআউটে প্রস্তুত হয়ে বসেছিলেন। সেই সময় তাঁকে অরিজিতের গানে মগ্ন থাকতে দেখা যায়।

অরিজিতের গান উপভোগ করার সময় ধোনি মাথা নেড়ে অনুভূতি জাহির করছিলেন। গানের তালে তাঁর শরীর আহমেদাবাদের নরেন্দ্র মোদী দোলানোর মুহূর্ত স্টেডিয়ামের বড় পর্দায় লাইভ হয়েছিল, যা দেখে অরিজিৎ সিংও তাঁর ভক্ত হয়ে ওঠেন।

advertisement

আরও পড়ুন- টস জিতল কেকেআর, পঞ্জাবের বিরুদ্ধে বল করার সিদ্ধান্ত নীতিশ রানার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

এর পর ধোনির প্রতি সম্মান দেখানোর পালা ছিল অরিজিত সিংয়ের। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে আমন্ত্রণ জানানো হয় চেন্নাই অধিনায়ক ধোনি ও গুজরাটের অধিনায়ক হার্দিককে। ধোনি মঞ্চে এলে অরিজিৎ সিং এগিয়ে গিয়ে তাঁর পা স্পর্শ করার চেষ্টা করেন। তবে ধোনি তাঁকে মাঝপথে থামিয়ে জড়িয়ে ধরেন। এরপর হার্দিক পান্ডিয়া এলে অরিজিত সিং তাঁকেও জড়িয়ে ধরেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অরিজিৎ সিংয়ের গানে দুলছে ধোনির শরীর! এই ভিডিও না দেখলে বিরাট মিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল