TRENDING:

‘এর চেয়েও অনেক খারাপ কন্ডিশনে খেলেছি’... ব্রেথওয়েটকে কটাক্ষ ধোনির

Last Updated:

বিপক্ষ অধিনায়কের এই মন্তব্যের সঙ্গে অবশ্য একেবারেই একমত নন ধোনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফ্লোরিডা: প্রথম ম্যাচের ফয়সালা একেবারে শেষ বলে হয়েছিল ৷ জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছেও হার মানতে হয়েছিল ৷ দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানের মধ্যে বেঁধে রাখলেও বৃষ্টি এসে ধুইয়ে দিয়ে গিয়েছিল ফ্লোরিডার মাঠ ৷ ফলে মার্কিন মুলুকে ধোনিদের স্মৃতি খুব একটা ভাল কিছু নয় ৷ কিন্তু সিরিজ শেষ হওয়ার পরেও চলছে দুই অধিনায়কের তরজা ৷ কার্লোস ব্রেথওয়েট বনাম মহেন্দ্র সিংহ ধোনি। হ্যাঁ. সিরিজ শেষে হঠাৎ এমন চিত্র কেন ?
advertisement

আসলে সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর রবিবার দ্বিতীয় ম্যাচে ভাল অবস্থায় ছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে দেওয়া গিয়েছিল মাত্র ১৪৪ রানে। রান তাড়া করতে নেমে প্রথম ২ ওভারে ১৫ রান তুলেও ফেলেছিল ভারত। ম্যাচের আগাগোড়া অ্যাডভান্টেজ পজিশনে ভারতই ছিল ৷ উন্নত মানের নিকাশি ব্যবস্থা না থাকায় মাত্র ১৫ মিনিটের বৃষ্টিতেই সব ধুয়ে মুছে যায় ৷ সব বিতর্ক অবশ্য শুরু হয় ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সাংবাদিক সম্মেলনে প্রথম গণ্ডগোলটা বাঁধান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট ৷ তিনি বলেন , ‘‘ খেলা না হয়ে ভালই হয়েছে ৷ কারণ এই কন্ডিশনে খেলা হলে ক্রিকেটারদের চোট লাগার সম্ভাবনা থাকত ৷’’ বিপক্ষ অধিনায়কের এই মন্তব্যের সঙ্গে অবশ্য একেবারেই একমত নন ধোনি ৷ তাঁর সাফ কথা, এর চেয়েও অনেক খারাপ মাঠে খেলেছেন তিনি ৷ ধোনির মতে, ‘‘২০১১ সালে ইংল্যান্ডের সঙ্গে ওয়ান ডে সিরিজটা মনে আছে। বলতে গেলে পুরোটাই আমাদের বৃষ্টির মধ্যে খেলতে হয়েছিল। আমার মনে হয় পরিবেশ...’’ নিজের কথাটা আর পুরো শেষ করেননি ধোনি। এবং দ্রুত জুড়ে দেন, ‘‘দেখুন, খেলা হবে কী হবে না, সেই সিদ্ধান্ত আম্পায়ার নেন। আম্পায়াররা আমাদের বলেছিলেন, পরিবেশ একে খারাপ। তার উপর এ রকম অবস্থায় ম্যাচ করানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম নেই। পরিবেশের উন্নতি হওয়ার যেহেতু সম্ভাবনা নেই, তাই ম্যাচটাও করা যাবে না। এটা ম্যাচ অফিশিয়ালদের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, আমি দশ বছর ধরে খেলছি। আর হ্যাঁ, এর চেয়েও অনেক খারাপ পরিস্থিতিতে খেলেছি আমি।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘এর চেয়েও অনেক খারাপ কন্ডিশনে খেলেছি’... ব্রেথওয়েটকে কটাক্ষ ধোনির