TRENDING:

একটা দিন ধোনির গ্যারাজে, শোরুমে এত বাইক নেই! হু হু করে ভাইরাল হচ্ছে এই ভিডিও

Last Updated:

ms dhoni bike collection: ধোনির বাইকের গ্যারাজে একটা দিন কাটালেন প্রাক্তন পেসার। অবাক হয়ে শুধু দেখলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচি: প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংয়ের বাইকের প্রতি ভালবাসার কথা প্রায় সকলেই জানেন। ধোনির গাড়ির পাশাপাশি বাইকের চমৎকার কালেকশন রয়েছে।
advertisement

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের গ্যারাজে একটা দিন কাটিয়ে এলেন প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। ধোনির বাইকের সংগ্রহ দেখে অবাক হন তিনি। ভেঙ্কটেশ প্রসাদ এদিন ধোনির এই সংগ্রহ দেখে বলেন,  শোরুমের থেকেও বেশি বাইক রয়েছে ধোনির গ্যারাজে।

ভেঙ্কটেশ প্রসাদ একটি ভিডিও টুইট করে ধোনির সংগ্রহের বাইকের কালেকশন দেখিয়েছেন। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি একজন ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি আবেগ দেখেছি। অদ্ভুত এক মানুষ এমএসডি। রাঁচির বাড়িতে তাঁর বাইক এবং গাড়ির সংগ্রহের এক ঝলক দেখাচ্ছি আপনাদের। তবে এর আগেও এসেছি রাঁচিতে। এবার যা দেখলাম, আমি অবাক।”

advertisement

আরও পড়ুন- বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াডে যশস্বীকে দেখতে চান সৌরভ

প্রাক্তন পেসার আরও বলেছেন, “বাইকের শোরুমের থেকেও বেশি বাইক রয়েছে ধোনির কালেকশন-এ। এমন কিছু করার জন্য একজনের অনেক আবেগের প্রয়োজন।” ওই ভিডিওতে মহেন্দ্র সিং ধোনির বাইক এবং গাড়ির সংগ্রহ দেখা যাচ্ছে। তাঁর কাছে ভিনটেজ থেকে শুরু করে অনেক বিলাসবহুল গাড়িও রয়েছে।

advertisement

আরও পড়ুন- সচিন-ধোনি-দ্রাবিড়দের এলিট ক্লাবে কোহলি,ত্রিনিদাদে মাঠে নেমে গড়বেন বিরাট রেকর্ড

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

৭ জুলাই ধোনির ৪২ তম জন্মদিন উদযাপন করেছে গোটা দেশ। তিনি এখন আর জাতীয় দলে খেলেন না। তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে আরও একটি বছর তিনি খেলবেন বলে জানিয়েছেন। আইপিএল ১৬-তে তাঁর অধিনায়কত্বে চেন্নাই চ্যাম্পিয়ন হয়। তবে তার পরই অবসর প্রসঙ্গে সব কিছু কিছু স্পষ্ট করেন ধোনি। জানিয়ে দেন, আরও একটা সিজন অন্তত তিনি খেলতে চান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
একটা দিন ধোনির গ্যারাজে, শোরুমে এত বাইক নেই! হু হু করে ভাইরাল হচ্ছে এই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল