TRENDING:

তরুণ ক্রিকেটারের প্রতিভা দেখে আপ্লুত স্বয়ং ধোনি! ম্যাচ শেষে দেখা করে ভিগনেশের পিঠও চাপড়ে দিলেন, ভাইরাল হল ভিডিও

Last Updated:

এর মধ্যে রয়েছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে এবং দীপক হুডার উইকেট। কেরলের বাসিন্দা ভিগনেশ আবার সিনিয়র লেভেলের কোনও ডোমেস্টিক ম্যাচ না খেলেই আইপিএল-এ ডেবিউ করেছেন। তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে ফিল্ডিং করানো হয়েছে ভিগনেশকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: রীতিমতো পিঠ চাপড়ে ভিগনেশ পুথুরকে (Vignesh Puthur) অভিনন্দন জানালেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের পর ধোনি নিজে গিয়ে দেখা করেন তরুণ এই ক্রিকেটারের সঙ্গে। এমনকী, তাঁর কথাও শোনেন। ২৩ বছর বয়সী ভিগনেশের সামনে কিছু প্রশ্ন রেখেছিলেন ধোনি। আর খুব সুন্দর ভাবে সেই সমস্ত প্রশ্নের জবাবও দেন তরুণ ক্রিকেটার। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন ভিগনেশ। এর মধ্যে রয়েছে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে এবং দীপক হুডার উইকেট। কেরলের বাসিন্দা ভিগনেশ আবার সিনিয়র লেভেলের কোনও ডোমেস্টিক ম্যাচ না খেলেই আইপিএল-এ ডেবিউ করেছেন। তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে ফিল্ডিং করানো হয়েছে ভিগনেশকে।
তরুণ ক্রিকেটারের প্রতিভা দেখে আপ্লুত স্বয়ং ধোনি!
তরুণ ক্রিকেটারের প্রতিভা দেখে আপ্লুত স্বয়ং ধোনি!
advertisement

আরও পড়ুন– ঘরোয়া ক্রিকেট না খেলেই সোজা IPL-এ! প্রথম ম্যাচেই ঝুলিতে তিন উইকেট, অটোচালকের পুত্রই যেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন তারকা

ম্যাচ শেষ হওয়ার পর ফ্যান বয় হিসেবেই এমএস ধোনির সঙ্গে দেখা করেছিলেন ভিগনেশ পুথুর। খুব মন দিয়েই ধোনি তাঁর কথাও শোনেন। সেই সময় ভিগনেশের কাঁধ চাপড়ে দিয়ে উৎসাহ দেন ধোনি। শোনা যাচ্ছে যে, ভিগনেশের দুর্ধর্ষ বোলিংয়ের প্রশংসা করেছেন ধোনি। এমনকী, সেই সঙ্গে তাঁকে তাঁর নাম এবং বয়সও জিজ্ঞাসা করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্তটিই আপাতত ভাইরাল হয়ে গিয়েছে। মাত্র ১১ বছর বয়সেই ক্রিকেট খেলার সফর শুরু করেছিলেন ভিগনেশ। তবে ডোমেস্টিক ক্রিকেট খেলেননি তিনি। ৩০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স। দলের বোলারকে প্রশিক্ষণ দিয়েছে মুম্বই টিমই। মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউটের মাধ্যমেই ভিগনেশ নজরে চলে আসেন।

advertisement

আরও পড়ুন– ৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই অভিনেতা! পাত্রীর বয়স মাত্র ২৯, বলিউডে পড়েছিল শোরগোল

৪ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন ভিগনেশ পুথুর। নিজের প্রথম ওভারেই চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট তুলে নেন তিনি। এরপরের ওভারে শিবম দুবেকে আউট করে সোজা প্যাভিলিয়নে পাঠিয়ে দেন ভিগনেশ। এখানেই শেষ নয়, নিজের তৃতীয় ওভারে দুর্ধর্ষ ব্যাটসম্যান দীপক হুডাকে আউট করেন তিনি। প্রসঙ্গত, ২০০১ সালের ২ মার্চ কেরলে জন্ম এই উঠতি ক্রিকেট তারকার। বোলিংয়ের সময় বাঁ-হাতি স্পিনার হিসেবে বল করেন ভিগনেশ। আর ব্যাটিংয়ের সময় অবশ্য ডান-হাতি ব্যাটসম্যান হিসেবে খেলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

কেরলের হয়ে অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন ভিগনেশ। কেরল ক্রিকেট লিগের অ্যালেপ্পি রিপলস-এর হয়ে খেলার সময় তিনটি ম্যাচে ২টি উইকেট নিয়েছিলেন ভিগনেশ। প্রথম দিকে মিডিয়াম পেস এবং স্পিনে বোলিং করতেন ভিগনেশ। এরপর স্থানীয় ক্রিকেটার মহম্মদ শরিফ তাঁকে লেগ স্পিনে বোলিং করার পরামর্শ দিয়েছিলেন। অবশ্য চায়নাম্যান-এর বিষয়ে কিছুই জানতেন না ভিগনেশ, কিন্তু নিজের বোলিংকে শান দিতে বরাবর চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। প্রসঙ্গত, ভিগনেশ পুথুরের মা একজন গৃহবধূ। তাঁর নাম কেপি বিন্দু। আইপিএল-এ নিজের পথ তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেছেন তরুণ এই ক্রিকেটার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
তরুণ ক্রিকেটারের প্রতিভা দেখে আপ্লুত স্বয়ং ধোনি! ম্যাচ শেষে দেখা করে ভিগনেশের পিঠও চাপড়ে দিলেন, ভাইরাল হল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল