জেসন কামিংস বরং কিছুটা পরিশ্রম করেছেন। তবে তিনিও পুরোপুরি ফিট নন। তবে হুয়ান আশাবাদী প্র্যাকটিস এবং ম্যাচ খেলতে খেলতে দলের ফিটনেস বেড়ে যাবে। আর সেটা হয়ে গেলে অনেক বেশি গোল করার সুযোগ থাকবে মোহনবাগানের সামনে। সাহাল এবং অনিরুদ্ধ ফিটনেসর দিক থেকে ৬০ শতাংশ।
তবে মোহনবাগান কোচ খুশি স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তের জন্য। মাত্র দুদিন আগে ভারতে এসে যেভাবে ৯০ মিনিট খেলে গেলেন তাতে বুঝতে দেননি ব্রেন্ডন হামিলের অভাব। তবে স্প্যানিশ ডিফেন্ডারের ফিটনেসও বাড়াতে হবে। তার খেলা এবং অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই। এদিকে পরপর দুই ম্যাচে গোল পেয়ে আত্মবিশ্বাসী জেসন কামিংস।
অস্ট্রেলিয়ান তারকা জানিয়েছেন, তারা সবে কয়েকটা ম্যাচ খেলেছেন একসঙ্গে। ফিটনেস এবং দলের কম্বিনেশন তৈরি হচ্ছে। কাতার বিশ্বকাপ খেলা স্ট্রাইকার আশাবাদী আর কয়েকটা দিনের মধ্যেই পুরো দল অনেক বেশি বোঝাপড়া দেখাবে। তার নিজের পারফরমেন্সও বেড়ে যাবে সঠিক জায়গায়।